দিয়াজ হত্যা মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা


টাইমস প্রতিবেদক | Published: 2017-08-08 13:15:04 BdST | Updated: 2024-05-08 20:57:13 BdST

ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক দিয়াজ ইরফান হত্যা মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী প্রক্টর আনোয়ার হোসেনসহ ১০ আসামির দেশত্যাগে নিষেধাক্ষা জারি করেছেন চট্টগ্রামের একটি আদালত। একই সঙ্গে তাঁদের পাসপোর্ট জব্দেরও নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (০৭ আগস্ট) চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মুন্সি মশিউর রহমান এ আদেশ দেন। এর আগে মামলার বাদী দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরীর করা আবেদন গ্রহণ করেন আদালত।

সহকারী প্রক্টর আনোয়ার হোসেন ছাড়া হত্যা মামলার অন্য আসামিরা হলেন চবি ছাত্রলীগ সভাপতি আলমগীর টিপু, সাবেক সাধারণ সম্পাদক জামশেদুল আলম, আপ্যায়ন সম্পাদক মিজানুর রহমান, নেতা রাশেদুল আলম, আবু তোরাব পরশ, মুনসুর আলম, আবদুল মালেক, মো. আরমান ও আরিফুর রহমান তপু।

দিয়াজ ইরফানের বড় বোন মামলার আইনজীবী জুবাইদা সরওয়ার জানান, মামলার ১০ আসামি যাতে দেশত্যাগ করতে না পারেন সে বিষয়ে বিমানবন্দর ও সীমান্তে তথ্য পাঠাতে বলেছেন আদালত।

গত বছরের ২০ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর সড়কের একটি আবাসিক এলাকার ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় দিয়াজের লাশ উদ্বার করে পুলিশ। একই বছর ২৪ নভেম্বর দিয়াজ ইরফান হত্যার ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের মা জাহেদা আমিন চৌধুরী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ প্রথম তদন্ত প্রতিবেদনে জানায়, দিয়াজ আত্মহত্যা করেছেন। এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে দিয়াজের পরিবার। আদালতের নির্দেশে দ্বিতীয় তদন্ত প্রতিবেদনে তাঁকে হত্যা করা হয়েছে এমন প্রমাণ আসার পর মামলার তদন্ত নতুনভাবে শুরু করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

টিআই/ ০৮ আগস্ট ২০১৭