জাফর ইকবালের কক্ষ থেকে সন্দেহভাজন শিক্ষার্থী আটক


টাইমস প্রতিবেদক | Published: 2018-05-08 16:39:31 BdST | Updated: 2024-05-17 13:39:55 BdST

বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের সঙ্গে কথা বলতে আসা এক শিক্ষার্থীকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) জাফর ইকবারের নিজ বিভাগের কক্ষে ওই শিক্ষার্থী কথা বলতে আসলে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

আটক শিক্ষার্থীর নাম রাকিবুল ইসলাম রাকিব। তিনি সিলেট মেট্টোপলিটন ইউনিভার্সিটির সিএসই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ‘সোমবার দুপুরে ড. জাফর ইকবালের সাথে দেখা করতে আসে রাকিব। পরবর্তীতে তার কথাবার্তায় স্যারের সন্দেহ হয়। এজন্য তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’

উল্লেখ্য, গত ৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ড. জাফর ইকবাল দুবৃর্ত্তের হামলায় গুরুতর আহত হন। চিকিৎসা শেষে গত ২ এপ্রিল কর্মস্থলে যোগ দেন তিনি।

এইচজে/ ০৮ মে ২০১৮