শিক্ষক হত্যার ১০ বছর পর সাজা পেলেন আরেক শিক্ষক


টাইমস ডেস্ক | Published: 2018-05-22 19:56:47 BdST | Updated: 2024-05-17 16:23:22 BdST

নেত্রকোনায় অবসরপ্রাপ্ত এক শিক্ষককে হত্যার দায়ে আইন উদ্দিন (৩০) নামের আরেক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে আইন উদ্দিনকে আরো দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (২১ মে) নেত্রকোনা জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা এই রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল আলম প্রদীপ জানান, বারহাট্টা উপজেলার গাভারকান্দা গ্রামের গোড়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক বিকেলে হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৮ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। কিন্তু হাজীগঞ্জ স্কুলের প্রধান শিক্ষক মো. আইন উদ্দিন মোজাম্মেলকে স্কুলে প্রাইভেট পড়াতে নিষেধ করেন। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

এরই একপর্যায়ে ২০০৮ সালের ১১ ডিসেম্বর দুপুরে মোজাম্মেল হক হাজীগঞ্জ বাজারে গেলে আইন উদ্দিন তাঁকে ডেকে তাঁদের দোকানে নিয়ে যান। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আইন উদ্দিনসহ তাঁর লোকজন ওই শিক্ষকের মাথায় আঘাত করলে তিনি মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে নেত্রকোনা ও পরে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যায়। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ডিসেম্বর মারা যান মোজাম্মেল হক।

নিহত মোজাম্মেল হকের ছোটভাই নুরুল ইসলাম আজাদ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে ওই দিনই বারহাট্টা থানায় একটি হত্যা মামলা করেন।

পরে পুলিশ তদন্ত শেষে ২০১৫ সালের ২৩ ফেব্রয়ারি চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আইন উদ্দিনের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে আজ যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এ ছাড়া মামলার অন্য আসামিদের বেকসুর খালাস দেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী জীবন কুমার সরকার।

এইচজে/ ২২ মে ২০১৮