কোটা আন্দোলন: আইসিটি মামলার প্রতিবেদন ৪ জুলাই


টাইমস প্রতিবেদক | Published: 2018-05-24 00:31:19 BdST | Updated: 2024-05-17 18:02:03 BdST

কোটা সংস্কার আন্দোলনের সময় উসকানিমূলক অপপ্রচারের অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ জুলাই ধার্য করেছেন আদালত।

বুধবার (২৩ মে) ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব এ দিন ধার্য করেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এনটিভি অনলাইনকে জানান, আজ এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় বিচারক আগামী ৪ জুলাই দিন ধার্য করেন।

নথি থেকে জানা যায়, গত ৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক আইডি, পেইজ ও গ্রুপ, ইউটিউব, টুইটার, অনলাইন নিউজ পোর্টাল, ব্লগ, ওয়েবসাইটসহ বিভিন্ন মাধ্যমে প্রচারিত উসকানিমূলক অপপ্রচার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অপচেষ্টাকারীদের মনিটরিং করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যানশাল ক্রাইম ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ ।

মনিটরিং শেষে ১১ এপ্রিল কাউন্টার টেররিজমের পুলিশ পরিদর্শক এস এম শাহজালাল রাজধানীর রমনা মডেল থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ (সংশোধিত) ২০১৩ এর ৫৭(২)/৬৬ ধারায় মামলাটি দায়ের করেন।

এসজে/ ২৩ মে ২০১৮