চট্টগ্রামে প্রকাশককে হুমকিদাতা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার


টাইমস ডেস্ক | Published: 2018-06-14 18:31:55 BdST | Updated: 2024-05-17 15:32:29 BdST

চট্টগ্রামের স্বনামধন্য বলাকা প্রকাশনীর সত্ত্বাধিকারী ব্লগার জামাল উদ্দিনকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় টিটু শীল জয়দেব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টিটু শীল জয়দেব (৩৫) চট্টগ্রামের বোয়ালখালী এলাকার সুলাল চন্দ্র শীলের ছেলে। তিনি চট্টগ্রাম আইন কলেজে ছাত্রলীগ নেতা বলে জানান কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন।

ওসি মোহাম্মদ মহসীন জানান, মুন্সিগঞ্জের প্রকাশক শাহজাহান বাচ্চুকে গুলি করে হত্যার পর প্রকাশক ও ব্লগার জামাল উদ্দিনকে হত্যার হুমকির ঘটনাটি প্রাথমিকভাবে জঙ্গিদের কাজ বলে সন্দেহ হয়। ফলে জামাল উদ্দিনের অভিযোগ পেয়ে পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। পরে হুমকি দেওয়া মোবাইল নম্বর ট্র্যাক করে বাকলিয়ায় নিজ বাসা থেকে টিটু শীল জয়দেবকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে টিটু শীল জামাল উদ্দিনকে হুমকি দেওয়ার বিষয়টি স্বীকার করেছে। টিটু জানিয়েছে, প্রকাশক জামাল উদ্দিনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তার বিরোধ-দ্বন্ধ ছিল। তাই ভয় লাগাতে হুমকি দিয়েছে। তবে টিটুর সাথে জঙ্গি সংশ্লিষ্টতার কোন তথ্য পাওয়া যায়নি বলে জানান ওসি মোহাম্মদ মহসীন।

এসএম/ ১৪ জুন ২০১৮