নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে গিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেলেন কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট এবং ফুলবাড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা সুমন।
নাজমুলের করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. ইকবাল কবির ও বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ বুধবার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাতিল করে দেয়। তার পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট সুবির নন্দী দাস।
তিনি ঈগল প্রতীক পেয়েছেন।
নাজমুল হুদা এক যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করছেন। তিনি ঢাকাস্থ কুড়িগ্রাম জেলা শিক্ষার্থীদের সংগঠন কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন ঢাকার সভাপতি ছিলেন।