আওয়ামী লীগের ইশতেহার অনুষ্ঠানে রিক্সাচালক


Dhaka | Published: 2023-12-28 05:11:34 BdST | Updated: 2024-04-27 17:22:37 BdST

আক্তার মামা ও মকসুদ মামা দুইজন ঢাকা শহরে রিকশা চালান। বাটা সিগন্যাল এলাকায় থাকেন তারা। দৈনিক হাজার-বারশো টাকা রোজগার করে পরিবার নিয়ে সাধ্যের মধ্যে সুখে আছেন।

গত ১৫ বছর আগেও তারা দিনে আয় করতেন ২০০-৩০০ টাকা। এই দিয়ে ঘর ভাড়া, সন্তানদের লেখাপড়ার খরচ আর পরিবারের সদস্যদের খাওয়া দাওয়া দিতে নাভিশ্বাস উঠতো তাদের। কিন্তু তাদের দিন বদলেছে। দূর্নীতিবাজ বিএনপি জামায়াত সরকারের শোষণের দিনগুলি এখন আর নেই।

তখনকার বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ এ বিস্তর ফারাক। আজকের উন্নয়নশীল দেশে সৎভাবে আয় করে জীবিকা নির্বাহ এবং তাদের সন্তানদের একটি ভালো জীবন দিতে পারায় তারা শেখ হাসিনা সরকারের প্রতি কৃতজ্ঞ। তবে শেখ হাসিনা ও তার সরকারের কাছে এই মানুষগুলোর চাওয়াও অনেক, তারা চায় উন্নত দেশে মাথা উঁচু করে বেঁচে থাকতে। তারা চায় তাদের সরকার যেন সবসময় সৎ জীবিকা নির্বাহকে সর্বোচ্চ মর্যাদার জায়গায় রাখে।

আজ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে অনুষ্ঠানে গণমানুষের দল আওয়ামী লীগের দাওয়াত পেয়ে তারা ছিলো উচ্ছ্বাসিত। তারা জানে কেবল আওয়ামী লীগই গণমানুষের আশ্রয়স্থল। ভরসার নাম, ভালোবাসার নাম।