রেণু ফাউন্ডেশনের বই ও ইফতার বিতরণ


Dhaka University | Published: 2024-03-18 03:48:34 BdST | Updated: 2024-04-27 15:48:31 BdST

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে বই ও ইফতার বিতরণ করেছেন রেণু ফাউন্ডেশন। আজ রোববার (১৭ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রঙ্গাণে এ ইফতার বিতরণ করা হয়। 

রেণু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ঢাবির সিনেট সদস্য তিলোত্তমা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলবায়ুবিষয়ক বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী, ডিজাস্টার সাইন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের প্রভাষক শামীমা ফেরদৌসী সিফা, আইন বিভাগের প্রভাষক শাহরিমা তানজিনা অর্নি, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপনাট্য ও বিতর্ক সম্পাদক ইসরাত জাহান নুর ইভা এবং উপসমাজসেবা সম্পাদক ও কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক লাবিসা রিমা।

এ সময় রেণু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ঢাবির সিনেট সদস্য তিলোত্তমা সিকদার বলেন, ‘বঙ্গমাতা বঙ্গবন্ধুর সকল কাজের প্রেরণাদাত্রী ছিলেন। তিনি বঙ্গবন্ধুকে সাহস দিয়ে, শক্তি দিয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিতেন। তিনি কখনোই বঙ্গবন্ধুকে পেছনে টেনে ধরেননি। তার জীবনে শত যন্ত্রণার ভেতরও ভেঙে পড়েননি। তারা দুজনেই মানুষকে ভালোবেসে অপরের দুঃখ-দুর্দশা লাঘবে সচেষ্টা ছিলেন। মানুয়ের আপদে-বিপদে, রোগে-শোকে তাদের পাশে দাঁড়াতেন।’

যুদ্ধবিধ্বস্ত দেশে যখন জনগণের তিন বেলা খাবারের ব্যবস্থা করাই ছিল দুরুহ, সেই সময় প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক করেছিলেন রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু বলতেন, শিশুদের যথাযথ বিকাশে ব্যত্যয় ঘটলে কষ্টার্জিত স্বাধীনতা অর্থহীন হবে। শিশুদের প্রতি বঙ্গবন্ধুর এই ভালোবাসা স্মরণীয় করে রাখতে রেনু ফাউন্ডেশনের এই ক্ষুদ্র প্রয়াস।