শিক্ষার্থীদের পদচারণায় মুখর ডিআইইউ ক্যাম্পাস


Rakibul Islam | Published: 2024-01-13 11:04:50 BdST | Updated: 2024-04-29 05:13:40 BdST

দীর্ঘ ছুটির পর ক্যাম্পাসে ফিরেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীরা। ক্লাস-পরীক্ষা দিয়ে শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম। এতে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। নানা জল্পনা-কল্পনা শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেন আবারও প্রাণ ফিরেছে। নির্বাচনী অস্থিরতা কাটিয়ে এক মাসের বেশি সময় বন্ধের পর শিক্ষার্থীদের পদচারণায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি আবারও মুখরিত হয়ে উঠতে শুরু করেছে। শিক্ষার্থীদের উপস্থিতিতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি চত্বর আর অঙ্গনে। দীর্ঘদিন পর সশরীরে ক্লাস শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের মতে, বন্ধ পেতে তাদের ভালোই লাগে। কিন্তু দীর্ঘদিন বন্ধ আবার মনে একঘেয়েমিতা নিয়ে আসে। প্রতিদিনের ক্লাস, প্রেজেন্টেশন, এসাইন্টমেন্ট থেকে খানিকটা রেহায় পেলেও বন্ধু-বান্ধবের সাথে ক্লাস করা, ঘোরাঘুরি, আড্ডা তারা খুব মিস করেন। এতোদিন পরে ক্লাসে ফিরে তারা খুবই আনন্দিত ও প্রফুল্ল।

শিক্ষার্থীরা তাদের আনন্দের বহিঃপ্রকাশ করেন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, ছবি তুলে। তবে এতো লম্বা সময় প্রিয়জনদের সাথে কাটিয়ে যারা বাড়ি ছেড়ে এসেছেন তারা আনন্দের সাথে সাথে ক্ষানিকটা বেদনাসিক্ত বলা চলে। নাড়ির টান ছেড়ে শিক্ষার্থীরা ছুটি শেষে ফিরে এসেছেন প্রাণপ্রিয় ক্যাম্পাসে।

ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী ছোটন মজুমদার বলেন, অবশেষে ক্যাম্পাস খুলেছে। এখন মনে হচ্ছে, সবকিছুই স্বাভাবিক। দীর্ঘদিন শ্রেণীকক্ষ থেকে, বন্ধুদের থেকে প্রায় বিচ্ছিন্ন ছিলাম। কিন্তু এখন আবার সবার সঙ্গে একই শ্রেণীকক্ষে বসে ক্লাস করতে পারব এই অনুভুতি ভাষায় প্রকাশ করার মতো নয়।

আইন বিভাগের শিক্ষার্থী সাইমুম তারিফ মনন বলেন, অনেকদিন পর আমাদের ক্লাস শুরু হয়েছে। বন্ধুদের সঙ্গে ক্লাস করতে পারব বলে অনেক ভাল লাগছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ আমাদের আবারও ক্লাসে ফেরার সুযোগ করে দেয়ার জন্য। ক্যাম্পাসের এই প্রাণোচ্ছল পরিবেশ যেন আর থমকে না যায় এই প্রত্যাশা করছি।