ডিআইইউতে আইন বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


Rakibul Islam | Published: 2024-02-06 15:45:27 BdST | Updated: 2024-04-29 03:32:11 BdST

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) আইন বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিভাগীয় চেয়ারম্যান নাসির আহমদ, আইন অনুষদের শিক্ষক নুরুল হুদা, সোয়েব আক্তার, শাহরিয়ার মাহমুদ মিনারসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিভাগীয় চেয়ারম্যান নাসির আহমদ বলেন, এই ধরনের সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্বের গুণমান বিকাশ ও সমৃদ্ধ করতে সাহায্য করবে। তাদের মনকে সতেজ করবে এবং নতুন শক্তি ও চেতনার সাথে একাডেমিক এবং এর বাহিরে উভয় ধরনের কার্যক্রমে জড়িত হতে অনুপ্রাণিত করবে।

পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রসঙ্গত, এবারের প্রতিযোগিতায় ফুটবল, ব্যাডমিন্টন এবং দাবাসহ মোট তিনটি বিভাগে খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল খেলায় আইন বিভাগের ৬৪তম ব্যাচ বিজয়ী হয়ে ট্রফি অর্জন করে। অপরদিকে ব্যাডমিন্টন খেলায় ৬৩ ব্যাচ বিজয়ী হয়েছে। এ প্রতিযোগিতায় বিভাগটির বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।