রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ঘটনা তদন্তে কমিটি


রাবি টাইমস | Published: 2017-08-07 16:27:16 BdST | Updated: 2024-05-18 15:25:42 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকদের দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আখতার ফারুককে প্রধান করে রোববার (০৬ আগস্ট) বিকেলে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রোজিস্ট্রার অধ্যাপক এম আব্দুল বারী।

কমিটির অন্য সদস্যরা হলেন হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. তাজুল ইসলাম এবং মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আব্দুল লতিফ।

এদিকে তদন্ত কমিটি গঠন করায় এবং উপাচার্যের অনুরোধে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১১ জন শিক্ষক ক্লাসে ফেরার সিন্ধান্ত নেয়েছেন। তবে একাডেমিক কমিটির সভা, প্ল্যানিং কমিটির সভা বর্জনসহ বিভাগীয় সভাপতিকে অসহযোগিতা অব্যাহত রাখবেন তারা।

রোববার সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি শেষে নিজেদের মধ্যে আলোচনা করে এই সিদ্ধান্ত নেন ওই ১১ জন শিক্ষক। অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া অধ্যাপক আমিনুর রহমান ও অধ্যাপক এক্রাম উল্যাহ এসব কথা জানান।

তারা আরও বলেন, আমরা রোববার ক্লাস-পরীক্ষা বর্জন করে বিভাগীয় সভাপতি অধ্যাপক নাসিমা জামানের পদত্যাগ, শিক্ষক রোখসানা পারভীনের শাস্তি ও একটি তদন্ত কমিটির দাবি করি।

এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের জানান, তিনি একটি তদন্ত কমিটি করবেন এবং আমাদর ক্লাসে ফিরে আসার আহ্বান জানান। পরে আমরা নিজেদেরে মধ্যে আলোচনা করে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু বিভাগীয় সভাপতিকে অসহযোগিতা এবং একাডেমিক ও প্ল্যানিং কমিটির সভা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে।

অধ্যাপক একরাম উল্যাহ আরও বলেন, যেহেতু আমরা আমাদের জায়গায় অটল, তদন্ত কমিটির প্রতিবেদন বেরুলেই আসল ঘটনা সামনে আসবে। আর আমরা সেটাই চাই।

টিআর/ ০৭ আগস্ট ২০১৭