রাবির নতুন প্রক্টর গণিত বিভাগের লুৎফর


রাশেদুল ইসলাম রাজন | Published: 2017-08-07 16:46:51 BdST | Updated: 2024-05-18 17:36:40 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের প্রফেসর ড. মো. লুৎফর রহমান নতুন প্রক্টর হিসেবে যোগ দিয়েছেন।

রোববার (০৬ আগস্ট) দুপুরে উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান এক আদেশের মাধ্যমে তাঁকে এ পদে নিয়োগ দেন। লুৎফর রহমানের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়। এর আগে সকালে ১০টার দিকে কাজে অপরগতা প্রকাশ করে প্রফেসর মো. মজিবুল হক আজাদ খান প্রক্টরের দায়িত্ব থেকে অব্যহতি চান।

নতুন প্রক্টরের দায়িত্বে যোগদানের সময় সদ্য বিদায়ী প্রক্টর, সহকারী প্রক্টরগণসহ প্রক্টর দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও বিশিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণ করে নতুন প্রক্টর প্রফেসর মো. লুৎফর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় আইন-শৃঙ্খলা রক্ষায় যথাযথভাবে কাজ করে যেতে চাই। এই জন্য সকলের সহযোগিতা কামনা করছি।’

জেএস/ ০৭ আগস্ট ২০১৭