ক্যাম্পাসে সব অপকর্ম বন্ধের চেষ্টা করব : রাবি প্রক্টর


টাইমস প্রতিবেদক | Published: 2017-08-08 13:13:10 BdST | Updated: 2024-05-18 19:07:07 BdST

ক্যাম্পাস থেকে সব ধরনের অপকর্ম বন্ধ করতে চেষ্টা করা হবে বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সদ্য নিয়োগপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. মো. লুৎফর রহমান। ক্যাম্পাসের পার্শ্ববর্তী স্থানে অবস্থান করা শিক্ষার্থীদের সার্বিক দেখাশোনা করার কথাও বলেছেন তিনি।

সোমবার (০৭ আগস্ট) দুপরে বিশ্ববিদ্যালয় প্রক্টর দপ্তরে রাবি সাংবাদিক সমিতির (রাবিসাস) সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন লুৎফর রহমান।

রাবি প্রক্টর বলেন, ‘ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সব ধরনের অপকর্ম বন্ধের চেষ্টা করব। কোনো ধরনের অবৈধ কাজকে ছাড় দেওয়া হবে না। ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অধ্যাপক লুৎফর রহমান আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়সংলগ্ন কাজলা, বিনোদপুর, মেহেরচণ্ডিসহ ক্যাম্পাসের বাইরে যেসব শিক্ষার্থী থাকেন, তাঁকের সার্বিক দেখাশোনা করার জন্য সহকারী প্রক্টরদের নির্দেশ দেওয়া হয়েছে। যাতে করে কোনো শিক্ষার্থী বিপদে না পড়েন।’

একই সঙ্গে ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা চান প্রক্টর।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর ড. মো. রওশন জাহিদ, মো. জাহিদুল ইসলাম, নূরে আলম সিদ্দিকী, রাবিসাসের সভাপতি হাসান আদিব ও সাধারণ সম্পাদক মোস্তাফিজ রনি।

এরআগে রোববার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. লুৎফর রহমান প্রক্টর হিসেবে নিয়োগ পান।

এমজে/ ০৮ আগস্ট ২০১৭