পাঁচ দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ


কুবি | Published: 2020-02-26 06:20:39 BdST | Updated: 2024-05-18 19:33:42 BdST

বিভাগের জন্য স্বতন্ত্র ল্যাব রুম, সেমিনার রুম, শিক্ষকদের জন্য পর্যাপ্ত রুম, কমনরুম ও শ্রেণিকক্ষ–সংকট নিরসনে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীরা।

একাডেমিক ভবন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে তাঁরা বিক্ষোভ করছেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনে অংশ নিয়ে শিক্ষার্থীরা জানান, বিজনেস স্টাডিজ অনুষদে চারটি বিভাগ রয়েছে। আমাদের যে শ্রেণিকক্ষ রয়েছে, তা পর্যাপ্ত নয়। এ ছাড়া আমাদের কোনো ল্যাব, সেমিনার রুম নেই। অন্যদিকে কমনরুমেরও সুবিধা পাচ্ছেন না শিক্ষার্থীরা। যতক্ষণ পর্যন্ত এসবের সমাধান না হবে, ততক্ষণ আন্দোলন চলবে বলে জানান তাঁরা।

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে প্রক্টর কাজী কামাল বলেন, ‘শিক্ষার্থীদের দাবি নিয়ে আমরা বিজনেস স্টাডিজ অনুষদের সব বিভাগের সভাপতি, শিক্ষক সমিতির নেতৃত্বদের নিয়ে আলোচনায় বসেছি।’

দুপুর সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক আবু তাহের বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষকদের সঙ্গে নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের জন্য বলেন। তবে শিক্ষার্থীরা এ আহ্বানে সাড়া না দিয়ে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।