আবরার হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইবুনালে


Dhaka | Published: 2020-03-12 23:55:12 BdST | Updated: 2024-05-18 20:18:42 BdST

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচার দ্রুত বিচার ট্রাইবুনালে সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০০২ এর ধারা ৬-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার এ-সংক্রান্ত ফাইল অনুমোদন দিয়েছেন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য পাওয়া গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে ঢাকা দ্রুত বিচার ট্রাইবুনাল-১ এ স্থানান্তরিত হবে। হত্যাকাণ্ডের পর আবরারের পরিবার আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এ মামলাটি জরুরি বিবেচনা করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করতে অনুরোধ জানিয়েছিলেন।