বিজয় দিবসে রাবিতে দৃষ্টিনন্দন আলোকসজ্জা


RU Correspondent | Published: 2023-12-16 09:52:17 BdST | Updated: 2024-05-18 19:01:23 BdST

মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) দৃষ্টিনন্দন আলোকসজ্জা করা হয়েছে। বিভিন্ন একাডেমিক ভবন, আবাসিক হলসহ বিভিন্ন স্থাপনায় করা হয়েছে এ আলোকসজ্জা। এতে স্বাধীনতা ও বিজয়ের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা গেছে, বিজয় দিবসকে কেন্দ্র করে বর্ণিল সাজে সাজানো হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও কেন্দ্রীয় শহীদ মিনার। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠেছে জোহা চত্বর। সেখানে কৃত্রিম শাপলার মধ্যে লাইটিং করা হয়েছে এবং বিজয় দিবস লিখে সেখানে লাইটিং করা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোও বর্ণিল আলোয় আলোকিত করা হয়েছে।

সন্ধ্যার পর থেকে রাত ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

সন্ধ্যা থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বর্ণিল আলোকসজ্জা দেখতে এবং ক্যামেরাবন্দি করতে প্রশাসন ভবনের সামনে জড়ো হচ্ছেন। আবার কেউ কেউ তুলছেন সেলফি। এ যেন অন্যরকম অনুভূতি। মনকাড়া এমন আলোকসজ্জায় মুগ্ধ সবাই।

দেখা গেছে, এ আলোকসজ্জা দেখে মুগ্ধ ক্যাম্পাসের বাইরে থেকে ঘুরতে আসা দর্শনার্থীরাও। অনেকে ঘুরে ঘুরে দেখছেনে আবার অনেকে সুন্দর এ দৃশ্য ক্যামেরায় ধারণ করছেন।

আইন বিভাগের শিক্ষার্থী মুহিব বুল্লাহ বলেন, ১৬ ডিসেম্বর আমাদের খুশির দিন, ফলে দিনটিকে উপভোগ করতে বিশ্ববিদ্যালয়কে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। অসাধারণ লাগছে আমাদের প্রিয় ক্যাম্পাসকে। নতুন সাজ পেয়ে শহীদ মিনার ও জোহা চত্বর হয়ে উঠেছে মনোমুগ্ধকর।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তারিফুল ইসলাম বলেন, শনিবার আমাদের বিজয় দিবস। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়কে নতুন রূপে সাজানো হয়েছে। আমাদের ক্যাম্পাস এমনিতেই অনেক সুন্দর, এখন বিজয়ের সাজে সেজে অপরূপা হয়ে উঠেছে মতিহারের এই সবুজ চত্বর। হলে ছিলাম কিন্তু এ মনোমুগ্ধকর দৃশ্য দেখতে চলে আসলাম প্রশাসন ভবনের সামনে। বন্ধুদের সাথে কিছু ছবি নিলাম এবং একটি ভিডিও করে ফেসবুকে পোস্ট করলাম।