রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু


RU Correspondent | Published: 2023-12-16 10:28:58 BdST | Updated: 2024-05-18 15:25:54 BdST

মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

ফারিয়া ওয়াজেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, এতো সুন্দর শিল্পকর্ম প্রদর্শনী আয়োজন করার জন্য ক্যারিয়ার ক্লাবকে ধন্যবাদ জানাই। স্টুডেন্ট অ্যামপ্লোয়াবিলিটি ও ছাত্রদের ভবিষ্যত কি হবে? সেটি নিয়েও আমাদের ভাবা উচিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামীতে চেষ্টা করবে একটা কমিউনিটি সোকেজ ও মেলার আয়োজন করতে। সব শিক্ষার্থীদের দায়বদ্ধতার জায়গা থেকে এগিয়ে আশার আহ্বান জানাচ্ছি। অ্যানট্রেপ্রেউনারশিপের মেলবন্ধনের কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু তার বক্তব্যে মুক্তি বলতে অর্থনৈতিক মুক্তির কথা বলেছিলেন। একটি স্বনির্ভর সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অর্থনৈতিক মুক্তির জন্য সবাই সম্মিলিতভাবে সংগ্রাম করে যাবো।

এসময় অধ্যাপক ড. রোকসানা বেগম বলেন, এক সাগর রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বপ্নের স্বাধীনতা। এ স্বাধীনতার পেছনে যাদের অবদান রয়েছে সেটি স্মরণ করার জন্যে আজকের এ প্রদর্শনী। আমাদের একটা ইতিহাস আছে সেটাই তুলে ধরা হয়েছে এ প্রদর্শনীর মাধ্যমে। বারবার আমাদের ওপর যে আঘাত করা হয়েছে সেটি তরুণ শিল্পীরা তাদের তুলির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।

জেসিআই রাজশাহী চ্যাপ্টারের সভাপতি সৈয়দ আব্দুল্লাহ শাওনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, ক্লাবের উপদেষ্টা অধ্যাপক সাদিকুল ইসলাম, অধ্যাপক স্বপ্নীল রহমান, অধ্যাপক মো. জহুরুল আনিস, ক্লাবের সভাপতি খন্দকার অভিষেক ইবনে সামসসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।