রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে রৌমারীতে সাংবাদিক আটক


শাহরিয়ার আমিন | Published: 2017-11-02 05:11:21 BdST | Updated: 2024-05-21 08:47:11 BdST

কুড়িগ্রাম জেলার রৌমারীতে ‘রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি’ বিকৃত করার অভিযোগে ‘দৈনিক সংবাদের’ রৌমারী উপজেলা প্রতিনিধি আনিছুর রহমানকে ৫৭ ধারায় করা মামলায় আটক করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার কর্তিমারি বাজার থেকে আটকের পর বুধবার (১ নভেম্বর) সকালে জেলহাজতে পাঠায় রৌমারী থানা পুলিশ।

এদিকে আনিছুর রহমানের নামে মামলা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।

জানা যায়, সুমন মিয়া নামের এক যুবক ‘রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি’ বিকৃত করে ওই সাংবাদিকের ফেসবুকে দেন। এরপর ছবিটি স্ক্রীণশর্ট দিয়ে এলাকার যুবলীগ নেতা শাহ কামালকে দেখান তিনি। পরে সুমন মিয়া বিরুদ্ধে রৌমারী থানায় অভিযোগ করেন যুবলীগ নেতা। কিন্তু দেড়মাসেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।

অভিযুক্ত আনিছুর রহমান দাবি করেন, রৌমারী উপজেলার আওয়ামীলীগ নেতা আব্দুর রহমানের বিরুদ্ধে ভুমিদস্যুতা, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠলে সংবাদ প্রকাশ করেন তিনি। তখন থেকেই বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন ওই নেতা। এরই জের ধরে সুমন মিয়ার বিরুদ্ধে করা অভিযোগ তুলে নিয়ে তার নামে নতুন করে অভিযোগ দিতে বাধ্য করেন শাহ কামালকে। এ অভিযোগেই তাকে আটক করে পুলিশ।

এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারি পুলিশ সুপার সিরাজুল ইসলাম বলেন, ‘রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি’ বিকৃতির অভিযোগ পেলে আমরা আইজিপি'র অনুমতির জন্য পাঠাই। অনুমতি পাওয়ার পর মামলা করা হয়েছে। পরে আনিছুর রহমানকে আটক করা হয়। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

রৌমারী উপজেলা প্রেসক্লাব সভাপতি সুজাউল সুজা বলেন, ‘এটি পুরোপুরি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা। ওই ছবি বিকৃতকারির বিরুদ্ধে আনিছুর রহমানই প্রথম কথা বলেন। অথচ তাকেই জেলে পাঠানো হলো সাহসী সাংবাদিকতার কারণে।’

আরএস/ ০১ নভেম্বর ২০১৭