পঞ্চগড়ে ৫০ বছরের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা


টাইমস ডেস্ক | Published: 2018-01-08 23:31:01 BdST | Updated: 2024-05-21 12:27:51 BdST

পঞ্চগড়ে ৫০ বছরের ইতিহাসে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলার তেঁতুলিয়া উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র শৈত্যপ্রবাহে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চলে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা কমতে থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে জীবনযাত্রা।

পঞ্চগড়: পঞ্চগড়ে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার সঙ্গে বইছে তীব্র ঠান্ডা বাতাস। খড়কুটো জ্বালিয়ে উত্তাপ নেয়ার চেষ্টা করছেন সাধারণ মানুষ।

দিনাজপুর: দিনাজপুরে গতকালের চেয়ে তাপমাত্রা আরো কমে গেছে। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তিন ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ। বেলা বাড়লেও সূর্যের দেখা মেলিনি। তবুও কর্মক্ষেত্রে বেরিয়ে পড়েছেন নানা শ্রেনীপেশার মানুষ।

যশোর: যশোরে তীব্র ঠাণ্ডায় ব্যাহত হচ্ছে জনজীবন। কুয়াশার কারণে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বেরিয়ে পড়েছেন শ্রমজীবী মানুষ।

এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে জেঁকে বসেছে শীত। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম।

এমএন/ ০৮ জানুয়ারি ২০১৮