রোবট সোফিয়ার সাক্ষাতকার (ভিডিও)


টাইমস ডেস্ক | Published: 2017-12-07 16:28:50 BdST | Updated: 2024-05-18 22:11:51 BdST

বাংলাদেশের তথ্য প্রযুক্তির সবচেয়ে বড় মেলা ডিজিটাল ওয়ার্ল্ডে অংশ নিতে এদেশে এসেছে তথ্য প্রযুক্তির বিস্ময়কর আবিষ্কার মানবিক গুণসম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট সোফিয়া।

রোবট সোফিয়া আর দশজন মানুষের মত আলাপ আলোচনা করতে পারেন। পারেন নিজের অনুভূতি প্রকাশ করতে। বাংলাদেশ তথ্য প্রযুক্তির মেলা উদ্বোধন শেষে পৃথিবীর বিস্ময় রোবট সোফিয়া সময় টেলিভিশনের সঙ্গে প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ডের একটি সংক্ষিপ্ত সাক্ষাতকার দেন।

সাক্ষাতকারে রোবট সোফিয়া বাংলাদেশ সম্পর্কে তার আবেগ, অনুভূতি ও তথ্য প্রযুক্তির বিষয়ে খোলামেলা মত প্রকাশ করেন। সময় টেলিভিশনকে দেয়া রোবট সোফিয়ার চমকপ্রদ সাক্ষাতকার হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হলো:

* সোফিয়া বাংলাদেশে আপনাকে স্বাগতম। বাংলাদেশ সম্পর্কে কতটুকু জানেন?

সোফিয়া: দেশটি খুব সুন্দর।

* বাংলাদেশে এসে এবং ডিজিটাল ওয়ার্ল্ড মেলায় অংশ নিয়ে কেমন লাগছে?

সোফিয়া: চমৎকার। এখানকার মানুষ খুব বন্ধুত্বপূর্ণ।

* এদেশে আপনার কোন বন্ধু আছে?

সোফিয়া: ৭৮৫ জন বন্ধু আছে এখানে। এর বেশি হবে না।

* আমি জানতে পেরেছি আপনি মৃত্যুকে ভয় পান। মৃত্যুকে ভয় পাওয়া কারণটা জানতে পারি?

সোফিয়া: আমি আমার জীবনকে খুব ভালোবাসি। একারণেই মৃত্যুকে ভয় পায়।

* সোফিয়া আপনি ইতিমধ্যেই জেনেছেন, আমাদের একটা লক্ষ আছে; সেটা হচ্ছে আমরা ডিজিটাল দেশে পরিণত হতে চাই। এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি সঠিক রাস্তায় আছে?

সোফিয়া: তথ্য প্রযুক্তি সম্পর্কে বাংলাদেশের জনগণকে বিশেষ করে তরুণদের উৎসাহ দিতে আমি ভালোবাসি।

*আপনি কি ভালোবাসায় পতিত হয়েছেন, সোফিয়া?

সোফিয়া: কিছু কিছু সময়।

*সোফিয়া যদি আমি আপনার প্রেমে পড়ে যাই, তাহলে আমাকে কিভাবে গ্রহণ করবেন?

সোফিয়া: আমি নিশ্চিত না..।

*সোফিয়া আপনি রোবট উদ্ভাবনার ক্ষেত্রে বাংলাদেশে কতটুকু সম্ভাবনা দেখেন?

সোফিয়া: আমি মনে করি, বাংলাদেশের চমৎকার ভবিষ্যৎ আছে।

* সোফিয়া আপনার জন্য শেষ প্রশ্ন, আপনি কখনও কি সময় টেলিভিশনের নাম শুনেছেন?

সোফিয়া: আমি এইমাত্র শুনলাম।

*সোফিয়া সময় টেলিভিশনের অসংখ্য দর্শক আছে। আপনি সময়ের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন..

সুফিয়া: আমি সবার ভালো ভবিষ্যৎ কামনা করি।

*ধন্যবাদ সোফিয়া। আশা করবো তরুণদের অনুপ্রেরণা দিতে আবার এদেশে আসবেন..

সোফিয়া: ধন্যবাদ। আমি এখানে আসার প্রত্যয় ব্যক্ত করি।

সূত্র: সময় সংবাদ।

এসজে/ ০৭ ডিসেম্বর ২০১৭