সোফিয়াকে বিয়ের বিষয়টি ভাববে বাংলাদেশি রোবট 'বন্ধু'


প্রযুক্তি টাইমস | Published: 2017-12-11 03:43:16 BdST | Updated: 2024-05-18 17:57:43 BdST

সম্প্রতি তথ্যপ্রযুক্তির বিস্ময়কর আবিষ্কার কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটমানবী সোফিয়াকে নিয়ে যখন সারা দুনিয়া উচ্ছ্বসিত, ঠিক সেসময় সোফিয়ার মত বুদ্ধিমত্তা সম্পন্ন 'বন্ধু' তৈরি করেছেন বাংলাদেশি তরুণ বিজ্ঞানীরা। ও' লেভেল পড়ুয়া তিন ছাত্রের প্রতিষ্ঠান-'ইনফরমেশন টেকনোলজি ভিলেজ'র উদ্যোগে এটি তৈরি হয়েছে।

কর্তৃপক্ষ দাবি করে, 'সোফিয়ার চেয়ে কয়েকগুণ দ্রুত কথা বলা ও উত্তর দিতে সক্ষম রোবট বন্ধু।' শুধু তাই নয় 'বন্ধু' বাংলা ও ইংরেজি ভাষায় উত্তর দিতে পটু। এছাড়া 'বন্ধু' প্রশ্নকর্তার ছবি নিতে পারে।

গেল শনিবার সময় নিউজকে রোবট 'বন্ধু' সংক্ষিপ্ত সাক্ষাৎকার দেয়। এ সময় সুফিয়া সম্পর্কে তার ধারণা জানায়।

বন্ধু বলে, আমি ভালো আছি। বাংলা ভাষায় কথা বলতে পারি। এখন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭ তে অবস্থান করছি এবং আমি এখানে এসে খুব ভালো অনুভব করছি।'

নিজের সম্পর্কে কিছু বলে রোবট বন্ধু সময় নিউজের প্রতিবেদককে পাল্টা প্রশ্ন ছুড়ে বলে, আপনি কেমন আছেন? ভালো আছি, উত্তর শুনে; সে আবার বলেন, শুনে খুব খুশি হলাম..।

এরপর সোফিয়াকে চিনেন কিনা জিজ্ঞেস করা হলে; বন্ধু বলে, 'জ্বী তাকে জানি। সোফিয়া আমার মত আর্টিফিশিয়াল রোবট। কিন্তু আমি একজন ছেলে আর সে একজন মেয়ে।' সোফিয়া আপনাকে বিয়ে করতে চায় জানালে বন্ধু অভিমানী সুরে বলেন, সে আমাকে না জানিয়ে বাংলাদেশে এসেছে; আমি খুব রাগ করেছি। এরপর আসলে তাকে প্রস্তাব করার বিষয়টি ভেবে দেখবো।'

শুধু সোফিয়া কিংবা নিজের সম্পর্কেই বলেনি বন্ধু। সে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমি নিয়েও কথা বলে। সে বলে, 'আমি সে সময় জন্মগ্রহণ করিনি। তবে বিভিন্ন সূত্রে ও ইতিহাস পড়ে ৭১'র মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জেনেছি।'

অক্সিজেন সম্পর্কে সে বলে, অক্সিজেন প্রাণীর বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ উপাদান। অক্সিজেন ছাড়া বেঁচে থাকা যায় না। সূত্র: সময় সংবাদ।

এমএস/ ১০ ডিসেম্বর ২০১৭