ফেসবুকের নিউজ ফিডে আসছে বড় ধরনের পরিবর্তন


টাইমস ডেস্ক | Published: 2018-01-12 17:54:11 BdST | Updated: 2024-05-18 20:19:27 BdST

হরেক রকমের ব্যবসা প্রতিষ্ঠান, ব্রান্ড এবং গণমাধ্যমের শেয়ার করা পোস্টে ফেসবুকের 'নিউজ ফিড' ভর্তি হয়ে থাকে। এর ফলে বন্ধু, আত্মীয়স্বজনের পোস্টগুলো দেখতে ঝামেলা হয়, অনেক সময়ও তাতে অপচয় হয়। এতে বিরক্ত হননি এমন ফেসবুক ব্যবহারকারী পাওয়া যাবে না। এসব পোস্ট থেকে মোটা অংকের অর্থও পায় ফেসবুক কর্তৃপক্ষ।

তবে নতুন বছরে নিউজ ফিডে বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিলেন ফেসবুক নির্বাহী মার্ক জাকারবার্গ। শুক্রবার ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি জানান, নিউজ ফিডে পরিবর্তন আনা হবে। ব্যবহারকারী যাতে তাদের প্রিয় মানুষের সঙ্গে সহজেই যোগাযোগ স্থাপন করতে পারেন সে বিষয়ে পদক্ষেপ নেয়া হবে। ফেসবুকে কাটানো সময়কে ব্যবহারকারীরা যেন সময়ের অপচয় মনে না করে তার চেষ্টাই করবে কর্তৃপক্ষ।

পাশাপাশি পাবলিক পোস্ট ও বন্ধুদের পোস্টের মধ্যে ভারসাম্য করারও চেষ্টা করা হবে। ব্যবহারকারীর নিউজ ফিডে অপ্রাসঙ্গিক পোস্ট না আসে সেদিকেও খেয়াল রাখা হবে।

এমএন/ ১২ জানুয়ারি ২০১৮