ব্যবহারকারী ‘ধনী’ না ‘গরিব’ জানাবে ফেসবুক


টাইমস ডেস্ক | Published: 2018-02-06 23:14:33 BdST | Updated: 2024-05-18 19:54:08 BdST

ব্যবহারকারীর আর্থ-সামাজিক অবস্থা জানাবে ফেসবুক। এ সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য সম্প্রতি একটি পেটেন্টের আবেদন করেছে ফেসবুক। সেটি পেলে ব্যবহারকারী ‘ধনী’ না ‘গরিব’, তা বলে দেবে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যম।

ব্যবহারকারীদের মূলত তিন ভাগে বিভক্ত করেছে ফেসবুক। এগুলো হচ্ছে—শ্রমিক শ্রেণি, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত। মূলত ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, সম্পত্তির মালিকানা ও ইন্টারনেট ব্যবহারের মাত্রা প্রভৃতি তথ্য বিশ্লেষণ করে নির্ধারিত হবে তার অবস্থান।

আইএএনএসের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই প্রযুক্তির ফলে আরও সুনির্দিষ্টভাবে ব্যবহারকারীদের কাছে বিজ্ঞাপন পৌঁছে দিতে পারবে ফেসবুক। ব্যবহারকারীদের আর্থসামাজিক অবস্থান জানতে বেশ কিছু তথ্য জানতে চাইবে ফেসবুক। যেমন: ২০ থেকে ৩০ বয়সীদের কাছে জানতে চাওয়া হবে, কতগুলো ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করেন তাঁরা। ৩০ থেকে ৪০ বছর বয়সীদের কাছে জানতে চাওয়া হবে, তাঁদের নামে কোনো বাড়ি রয়েছে কি না।

তবে ব্যবহারকারীদের কাছে বিজ্ঞাপন পৌঁছে দিতে ফেসবুক এই প্রযুক্তি ব্যবহার করবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

সূত্র : আইএএনএস।

এইচজে/ ০৬ ফেব্রুয়ারি ২০১৮