প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘টেক ফর পিস’ অ্যাপ চালু


টাইমস অনলাইনঃ | Published: 2018-02-26 02:19:09 BdST | Updated: 2024-05-18 19:53:55 BdST

ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপরাধ, সন্ত্রাস, সহিংসতা, মানসিক ব্যাধি দূর করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ‘টেক ফর পিস’র ৩টি মোবাইল অ্যাপ।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) উদ্বোধন হওয়া অ্যাপগুলো হলো- ব্র্যাক ইউনিভার্সিটির মেসুত, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ভালো থাকুন’ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির নো ক্রাইম।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর চিফ অব পার্টি কেটি ক্রোক , প্রেনিউর ল্যাবের সিইও আরিফ নিজামী, ইএমকে সেন্টারের ডাইরেক্টর এম কে আরেফ এবং ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বারগণ।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় প্রেনিউর ল্যাব বিগত মে ২০১৭ হতে টেক ফর পিস নামক প্রকল্পটি ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাস্তবায়ন করছে।

এই প্রকল্পের বুটক্যাম্প এবং হ্যাকডে কার্যক্রম এর মাধ্যমে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় হতে ৫টি করে টিম নির্বাচন করা হয় এবং তাদেরকে ফাইনালে অংশগ্রহন করার সুযোগ দেওয়া হয়। ফাইনাল পিচিং এর মাধ্যমে ৩টি টিমকে চ্যাম্পিয়ন এবং ২টি টিমকে অপেক্ষামান তালিকায় রাখা হয়।

এই ৫টি টিম থেকে সর্বশেষ ৩টি টিমকে বিজনেস ইনকিউবেশনের মাধ্যমে তাদের তৈরিকৃত প্রোডাক্টের মান উন্নয়ন এবং মার্কেটিং এর জন্য প্রস্তুত করা হয়েছে। টিম ৩টি বিভিন্ন প্রোগ্রামে এবং নিজস্ব ক্যাম্পাসে তাদের তৈরিকৃত প্রোডাক্টের ইউজার টেস্টিং ও ক্যম্পইনমূলক প্রচারাভিযান করছে।

ব্র্যাক ইউনিভার্সিটির মেসুত এ্যাপ: এই এ্যাপটি আমাদের সমাজে যারা বেশি দুশ্চিন্তা করে এবং ছোটখাট মানসিক সমস্যায় ভুগেন তাদেরকে সাময়িক সমস্যা সমাধানের উপায় দেখাবে এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তাদেরকে একটিভ থাকতে সহযোহিতা করবে।

অ্যাপে নির্দিস্ট সময় নির্ধারণ এর মাধ্যমে বিভিন্ন টাস্ক দেওয়া থাকবে এবং নির্দিস্ট সময় পার হবার পর সে আরও একটি টাস্ক পাবে, এভাবেই একজন তরুণ মানসিক সমস্যা সমাধান করতে পারবে।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাপ ভালো থাকুন: এই অ্যাপ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি নেটওয়ার্ক তৈরি করবে এবং ক্লাব একটিভিতে জড়িত হয়ে হতাশা, মাদক ও সন্ত্রাস থেকে বেঁচে থাকতে সাহায্য করবে। পাশাপাশি তারা বিভিন্ন মটিভেসনাল ভিডিও ও ব্লগ পড়তে ও পোস্ট করতে পারবে।

নর্থ সাউথ ইউনিভার্সিটির অ্যাপ নো ক্রাইম: এই অ্যাপ লাইভ চ্যাট, লাইভ ম্যাপ, ভয়েস এলারটের মাধ্যমে জাতীয় নিরাপত্তা সংস্থাগুলোকে অবগত করতে পারবে। যে কোনও নিরাপত্তা সংস্থা চাইলে নিজের মত সাজিয়ে নিতে পারবে অ্যাপটিকে।

অ্যাপগুলো https://peace.digital/apps ঠিকানায় পাওয়া যাবে।

বিডিবিএস