ছাত্র অধিকার থেকে তিথি সরকারকে স্থায়ী বহিষ্কার


টাইমস প্রতিবেদক | Published: 2020-11-13 19:03:47 BdST | Updated: 2024-05-18 11:56:40 BdST

ধর্ম নিয়ে কটূক্তি করায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার দফতর সম্পাদক তিথি সরকারকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জবি ছাত্র অধিকার পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তিথি সরকারকে ২৩ অক্টোবর সাময়িক বহিষ্কার করা হয় এবং সাতদিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়। গত ২৭ অক্টোবর নিখোঁজ হওয়া নিয়ে থানায় জিডি করে তিথির বোন স্মৃতি সরকার। তবে আজ সংবাদমাধ্যমে জানা যায়, প্রকৃতপক্ষে তিনি আত্মগোপন করেছিলেন।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘যেহেতু তিনি নিখোঁজ না হওয়া সত্ত্বেও কারণ দর্শানো নোটিশের জবাব দেননি, সেহেতু তাকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা থেকে স্থায়ী বহিষ্কার করা হলো।’

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টার দিকে এক সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে তিথিকে আটক ও আত্মগোপনে থাকার বিষয়টি নিশ্চিত করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার।

ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে গত ৫ নভেম্বর তিথি সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, তিথি সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী। তিনি ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময় ইচ্ছাকৃতভাবে নিজের Tithy Sarker আইডি থেকে ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করে ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত দিয়েছেন।

এর আগে গত ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে তিথি সরকারকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়।