ঝালকাঠিতে হামলার প্রতিবাদে ঢাকায় নুর-রাশেদদের বিক্ষোভ মিছিল


Dhaka | Published: 2020-11-14 03:38:25 BdST | Updated: 2024-05-18 09:58:50 BdST

ঝালকাঠিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর নেতাকর্মীদের ওপর 'ছাত্রলীগে'র হামলার প্রতিবাদে রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ছাত্র ও যুব অধিকার পরিষদ।

শুক্রবার রাতে রাজধানীর পল্টনে এ বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা ঝালকাঠিতে আমাদের সহযোদ্ধাদের উপরে বর্বর সন্ত্রাসী হামলা চালিয়েছে।অনেকেই আহত হয়েছেন।হকিস্টিক, রড, স্টাম্প দিয়ে সন্ত্রাসীরা আমাদের নিরপরাধ সহযোদ্ধাদের উপরে হামলা চালানো হয়েছে।

বক্তারা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মিছিলে নেতৃত্ব দেন ছাত্র অধিকার পরিষদ এর ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


এর আগে ঝালকাঠীতে ছাত্র অধিকার পরিষদের কর্মী সভায় হামলা করেছে ছাত্রলীগ। এতে ছাত্র অধিকার পরিষদের তিন কর্মী আহত হয়েছেন। তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাত্র অধিকার পরিষদের বরিশাল জেলা সভাপতি রণি খন্দকার জানিয়েছেন, শুক্রবার বিকেলে তারা ঝালকাঠী শহরের ইকোপার্কে কর্মীসভা ও মাস্কবিতরণ কর্মসূচি শুরু করছিলেন। কিন্তু বিকেল সাড়ে ৪টার দিকে শহরের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইমের নেতৃত্বে একদল তরুণ লাঠিসোটা নিয়ে এসে ছাত্র অধিকার পরিষদের কর্মীদের পেটাতে শুরু করে। এতে সভা পণ্ড হয়ে যায়।

তিনি জানান, হামলায় ছাত্র অধিকার পরিষদের কর্মী ফয়সাল আহমেদ, আবু সৈয়দ মুসা ও রায়হান আহত হয়েছেন। তিনজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। রণি খন্দকার এও অভিযোগ করেন, ঘটনাস্থলে কয়েকজন পুলিশ উপস্থিত থাকলেও তারা দর্শকের ভূমিকায় ছিলেন।

ঝালকাঠী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, ইকোপার্কে একটি হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু সেখানে হামলাকারী এবং সভা আয়োজনকারী কাউকেই পায়নি।