হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে ঢাকাতে মহাসমাবেশের ঘোষণা নুরের


ঢাকা বিশ্ববিদ্যালয় | Published: 2020-11-14 05:04:25 BdST | Updated: 2024-05-18 12:26:55 BdST

ঝালকাঠিতে ছাত্র, যুব অধিকার পরিষদের কর্মীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে আগামী শুক্রবার ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুর।

নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে নুরের নেতৃত্বে শুক্রবার সন্ধ্যা ৭টায় তাৎক্ষণিক মশাল মিছিল বের করে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ। মিছিলটি বিজয়নগর থেকে শুরু হয়ে পল্টনমোড়, প্রেসক্লাব, হাইকোর্ট মোড় হয়ে কাকরাইল মোড়ে এসে ভিপি নুরের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

গত শুক্রবারও চট্টগ্রামে ছাত্র, যুব অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার কথা উল্লেখ করে নুর বলেন, দেশের বিভিন্ন স্থানে ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর অন্যায়ভাবে হামলা ও হয়রানি করা হচ্ছে।

তিনি বলেন, ৭ দিনের মধ্যে ঝালকাঠিতে ছাত্র, যুব অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে আগামী শুক্রবার ঢাকাতে মহাসমাবেশ করা হবে।

এর আগে ঝালকাঠীতে ছাত্র অধিকার পরিষদের কর্মী সভায় হামলা করেছে ছাত্রলীগ। এতে ছাত্র অধিকার পরিষদের তিন কর্মী আহত হয়েছেন। তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাত্র অধিকার পরিষদের বরিশাল জেলা সভাপতি রণি খন্দকার জানিয়েছেন, শুক্রবার বিকেলে তারা ঝালকাঠী শহরের ইকোপার্কে কর্মীসভা ও মাস্কবিতরণ কর্মসূচি শুরু করছিলেন। কিন্তু বিকেল সাড়ে ৪টার দিকে শহরের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইমের নেতৃত্বে একদল তরুণ লাঠিসোটা নিয়ে এসে ছাত্র অধিকার পরিষদের কর্মীদের পেটাতে শুরু করে। এতে সভা পণ্ড হয়ে যায়।

তিনি জানান, হামলায় ছাত্র অধিকার পরিষদের কর্মী ফয়সাল আহমেদ, আবু সৈয়দ মুসা ও রায়হান আহত হয়েছেন। তিনজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। রণি খন্দকার এও অভিযোগ করেন, ঘটনাস্থলে কয়েকজন পুলিশ উপস্থিত থাকলেও তারা দর্শকের ভূমিকায় ছিলেন।

ঝালকাঠী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, ইকোপার্কে একটি হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু সেখানে হামলাকারী এবং সভা আয়োজনকারী কাউকেই পায়নি।