ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ


Dhaka | Published: 2021-01-01 07:45:36 BdST | Updated: 2024-05-21 11:41:33 BdST

ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শুক্রবার। তিন দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে নতুন বছরে ছাত্রদলের প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, স্বৈরাচারী সরকার হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই ছাত্রদলের লক্ষ্য ও উদ্দেশ্য। সংগঠনের পুনর্গঠন শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দুর্বার গণআন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীন সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই আমরা।

১৯৭৯ সালের ১ জানুয়ারি ‘শিক্ষা-ঐক্য-প্রগতি’– এই সেস্নাগান নিয়ে ছাত্রদল প্রতিষ্ঠিত হয়। উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা ও ছাত্রসমাজের অধিকার আদায়ের লক্ষ্যের কথা উল্লেখ করে গঠন করা হয় সংগঠনটি।

সংগঠনটির নেতাকর্মীরা জানান, জিয়াউর রহমান যখন বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, তখন ভবিষ্যতের নেতৃত্ব তৈরির জন্য এর একটি ছাত্র সংগঠন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেন। তখন অনেক তরুণ অনুপ্রাণিত হয়ে ছাত্রদলে যোগদান করেন। সদ্য প্রয়াত কাজী আসাদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক করে ওইদিন ছাত্রদলের প্রথম কমিটি গঠন করা হয়।

ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে দেশ সব থেকে সংকটপূর্ণ অবস্থার মধ্যে রয়েছে। দেশে গণতন্ত্র নেই, মানবাধিকার ও সাম্যের অভাব রয়েছে। পাখির মতো সীমান্তে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। কিন্তু ক্ষমতা হারানোর ভয়ে কোনো প্রতিবাদ করছে না সরকার।

তিনি আরও বলেন, বিনা ভোটে ও ভোট ডাকাতির মাধ্যমে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছে। দেশের সমগ্র শিক্ষাপ্রতিষ্ঠান গত এক যুগ ধরে ছাত্রলীগ সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে। দেশের মালিকানা দেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়া, সাম্য-মানবাধিকার প্রতিষ্ঠা, শিক্ষাপ্রতিষ্ঠানকে সন্ত্রাসীদের অভয়ারণ্য থেকে মুক্ত করে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শপথ।

ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ  বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদলের লাখ লাখ নেতাকর্মীর তারুণ্যের শক্তিকে একত্রিত করে প্রিয় স্বদেশ থেকে স্বৈরচারী ও বিদেশি প্রভুদের আশীর্বাদপুষ্ট সরকার বিতাড়িত করে জনগণের সরকার প্রতিষ্ঠিত করব।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল ক্যাম্পাস এলাকাসহ বিভিন্ন আবাসিক হলের অভ্যন্তরে পোস্টারিং করে।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি

সংগঠনটির দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিন দিনে একাধিক কর্মসূচি পালন করবে ছাত্রদল। শুক্রবার সকাল সাড়ে ৯টায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কার্যালয়সহ দেশের সব জেলা ও উপজেলা সমমান ইউনিট কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে।

বেলা ১১টায় শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন, বিকেল ৩টায় সারা দেশে জেলা ও জেলা সমমান ইউনিটে প্রজেক্টর স্থাপনের মাধ্যমে ভার্চুয়াল আলোচনা সভা হবে।

২ জানুয়ারি ছাত্রদল প্রত্যেক জেলা ও জেলা সমমান ইউনিটে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি করবে।

৩ জানুয়ারি দেশের সব উপজেলা ও উপজেলা সমমান ইউনিটে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি করা হবে।

সংগঠনটির সভাপতি খোকন ও সাধারণ সম্পাদক শ্যামল ঘোষিত কর্মসূচি যথাযথ মর্যাদায় পালন করার জন্য সংশ্লিষ্ট ইউনিটের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেন, আশির দশকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদে ছাত্রদলের উল্লেখযোগ্য অবস্থান ছিল। পরে বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সামনের সারিতে দেখা গেছে এ সংগঠনটিকে। গত এক দশক ধরে ক্ষমতার বাইরে রয়েছে বিএনপি। আন্দোলন-সংগ্রামেও তেমন অগ্রণী ভূমিকা পালন করতে পারেনি বিএনপির ‘ভ্যানগার্ড’খ্যাত সংগঠনটি। তবে নতুন বছরে নতুন উদ্যমে দলের আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেবে ছাত্রদল।