শীতবস্ত্র নিয়ে শীতার্তদের পাশে ছাত্রলীগের নেতৃবৃন্দ


ঢাকা | Published: 2021-01-19 17:16:03 BdST | Updated: 2024-05-21 12:26:25 BdST

নীলফামারী, দিনাজপুর, লালমনিরহাট জেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ডাকসুর সাবেক নেতৃবৃন্দ। গত সাত বছর যাবত বিভিন্ন মানুষের সহায়তায় এই কার্যক্রম পরিচালনা করে আসছেন ছাত্রলীগ নেতা রকিবুল ইসলাম ঐতিহ্য।

গত সপ্তাহে তারা এই তিন জেলায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম কর্মসূচি পালন করেন।

এ কর্মসূচির আয়োজক ডাকসুর ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য জানান, "সাত বছর আগের "কনসার্ট ফর উষ্ণতা" এখন ক্যাম্পাসে পরিণত বৃক্ষের মতো। ক্যাম্পাস ছেড়ে হয়তবা সামনে চলে গেলেও "অমৃতসূর্য" সংগঠনের আয়োজনে "কনসার্ট ফর উষ্ণতা" থেকে যাবে"।

তিনি বলেন, "করোনার এই মহামারীতে "কনসার্ট ফর উষ্ণতা" আয়োজন করা না গেলেও আমরা আমাদের সুহৃদদের কাছে আহবান জানিয়েছিলাম যেন উত্তর জনপদের অসহায় শীতার্ত মানুষের জন্য কিছু কম্বল উপহার হিসেবে দেয়। সেই আহবানে সাড়া দিয়ে আমাদের সুহৃদ, অভিভাবক তুল্য ব্যক্তিত্ব বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শিবলী রুবাইয়াত ইউসিবিএল ব্যাংকের মাধ্যমে ৫০০ কম্বল দিয়েছেন"।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক এবং জনতা ব্যাংকের চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান স্যার ৩০০ কম্বল প্রদান করেছেন।

.

রকিবুল ইসলাম ঐতিহ্য বলেন, "আমাদের সুহৃদ, ছাত্রলীগ পরিবারের অতি আপনজন মাননীয় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন ১০০ কম্বল (৪০ হাজার টাকা) দিয়েছেন।"

এই কার্যক্রমে সার্বিকভাবে সহায়তা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নীলফামারী-১ আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার চাচা, দিনাজপুর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শিবলী সাদিক লালমনিরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: মোতাহার হোসেনসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য তিলোত্তমা সিকদার, সদস্য রাইসা নাসের, মাহমুদ হাসান, মোঃ রাকিবুল হাসান, আন্তর্জাতিক সম্পাদক শাহরিমা তানজিনা অরনি এবং সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন।

রকিবুল ইসলাম ঐতিহ্য বলেন , "আমাদের এই সামান্য প্রচেষ্টায় হয়তবা কিছু অসহায় শীতার্ত মানুষকে উষ্ণতা প্রদান করলেও শত সহস্র মানুষ এর আওতাবহির্ভূত থেকে গেছে। কিন্তু আমরা চাই রাষ্ট্রের প্রত্যেক বিত্তবান কিংবা স্বাবলম্বী মানুষ এইসব অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াক। সবাই যদি সবার জায়গা থেকে এগিয়ে আসে তাহলেই আমাদের এই উদ্যোগ স্বার্থকতা লাভ করবে। আসুন সবাই মিলে একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ হই।"