এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রলীগের অভিনন্দন


ঢাকা | Published: 2021-01-31 05:03:31 BdST | Updated: 2024-05-21 11:25:25 BdST

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। শনিবার (৩০ জানুয়ারি) ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই অভিনন্দন জানানো হয়।

এ সময় শিক্ষার্থীদের আগামীতে দৃঢ় প্রত্যয়ী হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে ছাত্রলীগ এবং শিক্ষার্থীদের সফলতায় ঐকান্তিক প্রচেষ্টার জন্য তাদের অভিভাবক ও শিক্ষকদেরও অভিনন্দন জানানো হয়।

উল্লেখ্য, রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ফল প্রকাশ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে মূল্যায়নভিত্তিক ফল ঘোষণা করেন। বৈশ্বিক মহামারী করোনার কারণে এবার এইচএসসি ও সমমান পরীক্ষার মূল্যায়নভিত্তিক ফল প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।

এ বছর জিপিএ-৫ পেয়ে পাস করেছে মোট ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী। যা এর আগের বছরের (২০১৯ সাল) তুলনায় প্রায় সাড়ে তিন গুণ বেশি। শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসির ফলাফলের ওপর ভিত্তি করে প্রকাশ করা এ বছরের ফলে পাসের হার ১০০ শতাংশ।

এর আগে, ২০১৯ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন ৪৭ হাজার ২৮৬ জন পরীক্ষার্থী। তখন মোট পরীক্ষার্থী বিবেচনায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর হার ছিল তিন দশমিক ৫৪ শতাংশ।

২০২০ সালের এইচএসসি-সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭। মোট পরীক্ষার্থী বিবেচনায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর হার ১১ দশমিক ৮৩ শতাংশ।

মোট জিপিএ-৫ পাওয়া এক লাখ ৬১ হাজার ৮০৭ জন পরীক্ষার্থীর মধ্যে এইচএসসি পরীক্ষার নয়টি বোর্ডে পেয়েছেন এক লাখ ৫৩ হাজার ৬১৪ জন, মাদ্রাসা বোর্ডে পেয়েছেন চার হাজার ৪৮ জন ও কারিগরি বোর্ডে পেয়েছেন চার হাজার ১৪৫ জন।

নয়টি বোর্ডে জিপিএ-৫ পাওয়া এক লাখ ৫৩ হাজার ৬১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ঢাকা বোর্ডের ৫৭ হাজার ৯২৬ জন, রাজশাহী বোর্ডে ২৬ হাজার ৫৬৮ জন, কুমিল্লা বোর্ডে নয় হাজার ৩৬৪ জন, যশোর বোর্ডে ১২ হাজার ৮৯২ জন, চট্টগ্রাম বোর্ডে ১২ হাজার ১৪৩ জন, বরিশাল বোর্ডে পাঁচ হাজার ৫৬৮ জন, সিলেট বোর্ডে চার হাজার ২৪২ জন, দিনাজপুর বোর্ডে ১৪ হাজার ৮৭১ জন ও ময়মনসিংহ বোর্ডে ১০ হাজার ৪০ জন।