কেন্দ্রীয় ছাত্রলীগের ভাইস-প্রেসিডেন্ট হলেন তিলোত্তমা শিকদার


ঢাকা | Published: 2021-02-01 03:14:06 BdST | Updated: 2024-05-17 22:08:28 BdST

দীর্ঘ প্রতিক্ষার পর কেন্দ্রীয় কমিটির শূন্য পদে কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ রবিবার সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৬৮ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

এতে ডাকসুর সদ্য সাবেক সদস্য এবং সুফিয়া কামাল হলের সাবেক সাধারণ সম্পাদক  তিলোত্তমা শিকদারকে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে পদায়ন করা হয়েছে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এর সিনেট সদস্য এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী।

কমিটিতে আলোচিত মুখের মধ্যে সহ-সভাপতি পদে তিলোত্তমা শিকদার, রকিবুল ইসলাম ঐতিহ্য, সাংস্কৃতিক সম্পাদক পদে পদে মেহেদি হাসান সানি, উপ-সমাজসেবা সম্পাদক পদে তানভীর হাসান সৈকতের নাম ঘোষণা করা হয়েছে।