বাংলাদেশ ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক সজীব নাথ


ঢাকা | Published: 2021-02-01 20:41:21 BdST | Updated: 2024-05-17 20:20:30 BdST

দীর্ঘ প্রতিক্ষার পর কেন্দ্রীয় কমিটির শূন্য পদে কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ।  রবিবার রাতে সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৬৮ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

এতে ঢাবির বাংলা বিভাগের মেধাবী ছাত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সজীব নাথকে বর্তমান কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক হিসেবে পদায়ন করা হয়েছে।

তার পিতা দীনেশ চন্দ্র নাথ সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, লালমনিরহাট জেলা রেলওয়ে শ্রমিক লীগ এবং যুগ্ম আহ্বায়ক, লালমনিরহাট জেলা জাতীয় শ্রমিক লীগ।

তিনি তার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জন্য নিজ জেলায় এবং ঢাবি শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয়।

সজীব নাথ ক্যাম্পাসটাইমসকে বলেন, আমি আমার দায়িত্ব বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে যথাযথভাবে পালন করার চেষ্টা করব। আমি ছোটবেলা থেকেই মুজিব আদর্শে বিশ্বাসী। যেটুকু দায়িত্ব পেয়েছি আশা করি তা সফলতার সাথে পালন করতে পারব।