টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি অর্পণ


ঢাকা | Published: 2021-02-05 07:14:37 BdST | Updated: 2024-05-21 06:28:50 BdST

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সহ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগের মুখে পদত্যাগ করেন কেন্দ্রীয় কমিটির দুই শীর্ষ নেতা সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান লেখক ভট্টাচার্য। গত বছরের ১৪ সেপ্টেম্বর গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর তাদেরকে পূর্ণ দায়িত্ব অর্পণ করেন আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তাছাড়া বিবাহিত ও অনান্য কর্মকান্ডের জন্য জন্য কিছু সংখ্যক নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল।গত ৩১ জানুয়ারি ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বেশ কয়েকটি শূন্যস্থান পূরণের মাধ্যমে কমিটি পূর্ণাঙ্গ হয়।

এরই ধারাবাহিকতায় ২৯ তম জাতীয় সম্মেলনের পর প্রথমবারের মতো পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন।