বাংলাদেশ ক্রিকেট দলকে ছাত্রলীগের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন


ঢাকা | Published: 2021-08-10 04:34:17 BdST | Updated: 2024-05-06 13:11:03 BdST

অস্ট্রেলিয়াকে ৪-১ এ সিরিজ হারানোয় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

আজ সোমবার ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে অভিনন্দন জানানো হয়।

বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে,

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট মাস বাঙালি জাতির জীবনে সবচেয়ে বেদনাময় মাস। ১৯৭৫ সালের এ মাসে বাঙালি জাতি হারিয়েছে তার হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, বাঙালির নিরন্তর প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শোককে শক্তিতে পরিণত করার দৃঢ় প্রত্যয় নিয়ে প্রথম বারের মতো বাংলাদেশের সোনার ছেলেরা অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে, ক্রিকেটে পরাশক্তি খ্যাত অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি সিরিজে জয়লাভ করেছে। বাংলাদেশ ছাত্রলীগ পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এটি বাংলাদেশের ক্রিকেট অঙ্গনের জন্য এক অসাধারণ অর্জন। ক্রীড়াবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সর্বদাই খেলোয়াড়দের উৎসাহ এবং সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করে চলেছেন। বাংলাদেশ ছাত্রলীগ পরিবার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে এবং বাংলাদেশ ছাত্রলীগ পরিবার বিশ্বাস করে, মুজিববর্ষে এই অর্জনের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে আরও মর্যাদাপূর্ণ আসনে আসীন হবে ।

প্রেস রিলিজ