এক বছরের কমিটি ৫ বছরে পদার্পণ বাকৃবি ছাত্রলীগে || নেতৃত্ব সংকট

পাঁচ বছর যাবত এক কমিটি দিয়ে চলছে বাকৃবি ছাত্রলীগ


Dhaka | Published: 2021-12-14 03:55:25 BdST | Updated: 2024-05-17 21:49:34 BdST

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের কমিটি ৬ষ্ঠ বছরে পদার্পণ করছে গত (১৭ নভেম্বর) ২০২১। এক বছরের কমিটি দিয়ে দীর্ঘ ৫ বছর ধরে ক্যাম্পাসে রাজনীতি চলায় নেতৃত্ব শূন্যতা দেখা দিয়েছে। এছাড়া নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ, সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটছে। দ্রুত সময়ের মধ্যে নতুন নেতৃত্ব গঠন করে সংগঠনকে চাঙ্গা করার দাবি জানিয়েছেন শাখা ছাত্রলীগের পদপ্রত্যাশীরা।

জানা যায়, ২০১৬ সালের ১৭ নভেম্বর বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ সবুজ কাজী ও মিয়া মোহাম্মদ রুবেলকে যথাক্রমে সভাপতি-সাধারণ সম্পাদক করে বাকৃবি ছাত্রলীগের এক বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করে। এক বছর পর ২০১৭ সালের ২২ নভেম্বর ২১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

মেয়াদ উত্তীর্ণ কমিটির বর্তমান সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে বড় আয়োজন করে বাকৃবির এক শিক্ষিকাকে বিয়ে করেন। এছাড়াও ২১১ সদস্যের বাকৃবিশাখা কমিটির অধিকাংশ নেতা বিয়ে করেছেন এবং চাকরিরত রয়েছেন। এদিকে দীর্ঘদিন কমিটি না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন পদপ্রত্যাশী নেতাকর্মীরা। অনেকের পদের আশায় থেকে চাকরির বয়স শেষ করেছেন। মেয়াদোত্তীর্ণ কমিটির বিলুপ্তির দাবি জানিয়ে আসছেন পদপ্রত্যাশীরা। অনেকেই পদের আশায় দৌড়াদৌড়ি করছেন কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা কর্মীদের সঙ্গে। নতুন কমিটিতে পদপ্রত্যাশী ছাত্রলীগ নেতা নুর এ আলম তপন রোগাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

ক্যাম্পাসে গত ৫ বছরে মারামারি, নির্যাতন ও সহিংসতার ঘটনায় দেখা যায়। এসব বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এই সময় ছাত্রলীগ কর্মীদের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি নিজেদের ওপর চড়াও হতেও দেখা যায়। ২০১৭ সালের ৫ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়াজিত শোভাযাত্রায় অবস্থান করা নিয়ে সবুজ কাজী ও রুবেলের কিছু সমর্থকদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জেরে ওই দিন সন্ধ্যায় মারামারিতে ৯ জন ছাত্রলীগ নেতাকর্মী আহত হন। একই বছর ১৭ মে ছাত্রফ্রন্টের এক নেতাকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। একই বছর ১৪ সেপ্টেম্বর ছাত্রলীগের দাবি পূরণ না করায় ছাত্রবিষয়ক উপদেষ্টার কার্যালয়ে তালা ঝুলানো হয়। ২৪ সেপ্টেম্বর সংগঠনের কর্মসূচিতে অংশ না নেওয়ায় শহিদ নাজমুল আহসান হলের এক শিক্ষার্থীকে মারধর করে হল ছাত্রলীগ নেতারা। একই বছর ৫ এপ্রিল ছাত্রদলের প্রচারপত্র বিতরণকে কেন্দ্র করে ছাত্রদলের হামলায় ছাত্রলীগের ৮ নেতাকর্মী আহত হন। ২০১৯ সালের ২৪ শে মার্চ কে-আর মার্কেটে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত হয়। এদিকে বর্তমান ছাত্রলীগ কমিটির মেয়াদ ৫ বছর পার হওয়ায় দেখা দিয়েছে গ্রুপিং। গ্রুপিংয়ের কারণে বিভিন্ন কর্মসূচি পৃথকভাবে পালন করতে দেখা গেছে।

নামপ্রকাশ না করার শর্তে বাকৃবি ছাত্রলীগের পদপ্রত্যাশী বর্তমান কমিটির একাধিক নেতাকর্মী বলেন, গত ৫ বছরে এ কমিটির বেশিরভাগ সদস্য চাকরি ও বিবাহ করেছে। সে কারণে কমিটিতে নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে। এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল বলেন, ২০১৯ সালে জুন মাসে সম্মেলন করার কথা থাকলেও করোনার কারণে সম্মেলন করা সম্ভব হয়নি। আমরা ইতোমধ্যেই কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে কথা বলেছি, দ্রুত সময়ের মধ্যে সম্মেলন দিয়ে নতুন কমিটি দিয়ে দিবো।