বেরোবিতে ছাত্রলীগের সভাপতি-সম্পাদক হতে চান ৯৩ জন


Desk report | Published: 2021-12-26 07:52:00 BdST | Updated: 2024-05-21 08:56:58 BdST

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক হতে আগ্রহী ৯৩ জন। শনিবার (২৫ ডিসেম্বর) বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত কেন্দ্রীয় নেতাদের কাছে তাদের জীবনবৃত্তান্ত জমা দেন।

বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে কেন্দ্রীয় কমিটির উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আলী ইমতিয়াজ সোহান এবং সহ-সম্পাদক ওয়াসিম আকরামের কাছে জীবনবৃত্তান্ত জমা দেন পদপ্রত্যাশীরা।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আলী ইমতিয়াজ সোহান বলেন, ক্যাম্পাসে কমিটি গঠনের কাজ চলছে। সভাপতি-সাধারণ সম্পাদক হতে আগ্রহী ৯৩ জনের জীবনবৃত্তান্ত জমা পড়েছে।

এর আগে গত ২২ নভেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের এক বছর মেয়াদের কমিটি মেয়াদোর্ত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। ওইদিন বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটিতে পদ প্রত্যাশীদের কেন্দ্রীয় কমিটির উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আলী ইমতিয়াজ সোহান এবং সহ-সম্পাদক ওয়াসিম আকরামকে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ৪ এপ্রিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রথম সম্মেলন করেন সোহাগ-জাকির কমিটি। পরদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তুষার কিবরিয়াকে সভাপতি ও নোবেল শেখকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে দ্রুত তা পূর্ণাঙ্গ করার নির্দেশ দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে কমিটি ঘোষণার সাড়ে চার বছর পার হলেও কমিটি পূর্ণাঙ্গ করতে পারেনি শাখা ছাত্রলীগ।