প্রত্যেকটি হলে ফুল বাগান করার আহ্বান ছাত্রলীগের


ঢাকা | Published: 2022-02-24 04:22:58 BdST | Updated: 2024-05-18 00:07:35 BdST

'শেখ রাসেল’ সুন্দরতম এক ফুলের নাম। ফুলটি প্রস্ফুটিত হয়ে সুবাস ছড়ানোর আগেই ঘাতকের বুলেটে আক্রান্ত হয়, ঝরে পড়ে। ঝরে গেলেও নিশ্চিহ্ন হয়না। প্রতিটি তরুণ ‘শেখ রাসেল’ ফুলের রূপ-রস-গন্ধ-শক্তি নিয়ে হাজির হয় ‘কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না’ মন্ত্রে দীক্ষিত হয়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সাক্ষরিত এক প্রেস রিলিজে এসব কথা লেখা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর শিক্ষার্থীরা নানাবিধ প্রতিবন্ধকতা নিয়েও এগিয়ে যাবার প্রেরণা পায় শেখ রাসেলের কাছ থেকে। তার মতো নিষ্পাপ ও ব্যক্তিত্ববান, ছোট কিন্তু ক্ষুদ্র নয়, আঘাত পেয়েও দমে যাওয়া নয়- এই প্রতিটি পথই প্রদর্শিত হয় শেখ রাসেলের পথে।

তাই শিক্ষার্থীরা যেন একটি মনোরম ফুল বাগান থেকে সুবাস নিতে পারে, ক্লান্তি-জরা ভুলতে বাগানের দিকে তাকিয়ে প্রশান্তি পেতে পারে, প্রিয়জনের জন্যে বাগান থেকে ফুল সংগ্রহ করতে পারে, বাগানের মতো করে এই দেশকে জাতির পিতার স্বপ্নের সোনার দেশে গড়তে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারে, বাগানের কুসুম-কোমল ফুল থেকে দেশরত্নের মতো দৃঢ়-কঠিন মানুষ হবার সাহস পেতে পারে, সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল শাখা ছাত্রলীগের প্রতি একটি করে বাগান তৈরির আহ্বান জানানো হলো।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মনে করে, শিক্ষার্থীরা যাতে বাগানের ফুলগুলোর মধ্যে সুন্দরতম ফুল ‘শেখ রাসেল’ এর মতো করে নিজেকে কল্পনা করতে পারে, সে লক্ষ্যে বাগান তৈরিই হবে শিক্ষার্থীদের প্রতি হল ছাত্রলীগের নতুন নেতৃত্বের ‘বসন্ত বাতাস’।

প্রেস রিলিজ