জামিনে থাকা ছাত্রলীগনেত্রী নিশির বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা


Dhaka | Published: 2022-03-03 09:41:17 BdST | Updated: 2024-05-21 12:02:39 BdST

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. ইয়াসিনের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে একই সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশির বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করা হয়েছে।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুভ্রা চক্রবর্তীর আদালতে এই মামলাটি করেন ছাত্রলীগের সাবেক নেতা মো. ইয়াসিন। আদালত আজ মামলাটির বিষয়ে শুনে পিবিআইকে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী মো. আবুল কালাম আজাদ।

বাদী এজাহারে বলেছেন, ‘গত ২১ ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ফুল দিতে যান বাদী। রাতে মূল বেদীতে ফুল দেওয়া শেষে ধাক্কা দেওয়ার অভিযোগ তুলে বেনজির হোসেন নিশি তাঁর হাতে থাকা মুঠোফোন দিয়ে মো. ইয়াসিনকে উপর্যুপরি আঘাত করতে থাকেন। এতে করে ইয়াসিনের মাথা ফেটে যায় ও রক্তক্ষরণ শুরু হয়। একপর্যায়ে ইয়াসিন জ্ঞান হারিয়ে ফেললে ছাত্রলীগের নেতাকর্মীরা তাঁকে ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনের মাথায় চারটি সেলাই করেন। পরে চিকিৎসা শেষে তাঁকে বাসায় পৌঁছে দেন ছাত্রলীগকর্মীরা।’ এ ঘটনার অভিযোগ দেখিয়ে বাদী আজ দণ্ডবিধির ৩২৩/৩২৬/৩২৫/৩০৭/৫০৬ ধারায় মামলা করেন।

এ বিষয়ে ছাত্রলীগ নেত্রী নিশি বলেন, ‘আমি মামলার বিষয়টি জেনেছি এবং আইনি মাধ্যমেই এ বিষয়টি মোকাবিলা করব। এটা একটি মিথ্যা মামলা। রাজনৈতিক কারণেই আমার বিরুদ্ধে এ মামলা ও অভিযোগ করা হয়েছে।’