‘ক্যাম্পাসকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে ছাত্রলীগ’


DU Correspondent | Published: 2022-10-08 17:50:46 BdST | Updated: 2024-05-18 21:31:36 BdST

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

শুক্রবার (৭ অক্টোবর) রাতে হামলার নিন্দা জানিয়ে দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক শোভন রহমান এক যৌথ বিবৃতি দিয়েছেন।

 

বিবৃতি তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি গণতান্ত্রিক কর্মসূচিতে এই ধরনের সন্ত্রাসী হামলা অত্যন্ত ন্যক্কারজনক। এই হামলায় অনেক আহত হওয়ার কথা সংবাদমাধ্যমে এসেছে। এমনকি আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পরও আরেক দফা হামলা চালানো হয়। সেখান থেকে আহতদের মধ্য থেকেই পুলিশ আটক করে নিয়ে যায়।

নেতারা বলেন, এই পাশবিক হামলার মধ্য দিয়ে ছাত্রলীগ আবার প্রমাণ করল যে তারা সন্ত্রাসী সংগঠন। বিভিন্ন অজুহাতে তারা ভিন্ন মত ও সংগঠনের কর্মসূচিতে হামলা করে। প্রশাসনের অব্যাহত নির্লিপ্ততার কারণেই আজ ক্যাম্পাস ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

তারা আরও বলেন, এখন পর্যন্ত ছাত্রলীগ অনেক সংগঠনের কর্মসূচিতে হামলা করেছে। কিন্তু প্রশাসন কখনই বিচারের উদ্যোগ নেয়নি। বরং সন্ত্রাসীদের পক্ষেই সাফাই গেয়েছে।

 

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। সেই দায়িত্ব এড়িয়ে আজ প্রশাসন সন্ত্রাসীদের তোষণ করতে ব্যস্ত।

একইসঙ্গে তারা প্রশাসনের এই নির্লজ্জ নির্লিপ্ততার নিন্দা জানান এবং জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানান।