স্থগিতাদেশ প্রত্যাহারের পর ইডেনে ছাত্রলীগের আনন্দ মিছিল


Desk report | Published: 2022-11-10 19:19:52 BdST | Updated: 2024-05-18 21:16:51 BdST

ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের কমিটির উপর স্থগিতাদেশ প্রত্যাহারের খবরে আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে। এতে শাখা ছাত্রলীগের সদ্য পদ ফেরত পাওয়া সভাপতি তামান্না জেসমিন রিভা, সম্পাদক রাজিয়া সুলতানা ও তাদের অনুসারীরা অংশ নিয়েছেন। স্থগিতাদেশ প্রত্যাহারের পর বুধবার রাতে এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়।

এর আগে এদিন রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের কমিটির উপর দেয়া স্থগিতাদেশ তুলে নেয়া হয়।

ইডেন ছাত্রলীগের সহ-সভাপতি ফেরদৌসী আশরাফ লুবনা সংবাদমাধ্যমকে বলেন, ইডেন শাখা ছাত্রলীগের স্থগিতাদেশ প্রত্যাহারের পরে নেতাকর্মীরা মিলে আমরা আনন্দ উচ্ছ্বাস করেছি। তবে, এটা কোনো ধরনের উত্তপ্ত পরিবেশ নয়। ক্যাম্পাসের অবস্থা স্বাভাবিক।

এর আগে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এর প্রায় দেড় মাস পর সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।

শাখা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কমিটি স্থগিতের পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১৭ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটির উপর স্থগিতাদেশ প্রত্যাহার করলেও যাদের বহিষ্কার করা হয়েছে তাদের বিষয়ে কোন নির্দেশনা দেয়নি কেন্দ্রীয় ছাত্রলীগ।

শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে বহিষ্কৃতরা হলেন- ছাত্রলীগের সহ-সভাপতি সোনালি আক্তার, সুস্মিতা বাড়ৈ, জেবুন্নাহার শিলা, কল্পনা বেগম, তানজিলা আক্তার, জান্নাতুল ফেরদৌস, আফরোজা রশ্মি, মারজানা ঊর্মি, সানজিদা পারভীন চৌধুরী, এস এম মিলি, সাদিয়া জাহান সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিন্তি ও সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখি এবং কর্মী রাফিয়া নীলা, নোশিন শার্মিলী, জান্নাতুল লিমা, সূচনা আক্তার।