ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা


স্টাফ করেসপনডেন্ট | Published: 2023-02-06 04:35:48 BdST | Updated: 2024-05-06 00:24:52 BdST

সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যক্রমের অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণ শাখার অন্তর্গত সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। 

রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাজিবুল ইসলাম (বাপ্পি) ও সজল কুণ্ডুর সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রলীগের বিরুদ্ধে সংগঠনের শৃংঙ্খলাবিরোধী কার্যক্রমের অভিযোগে  কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হওয়ায় মাদ্রাসা-ই-আলিয়ার ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

তবে এখন থেকে মাদ্রাসায় ছাত্রলীগের কার্যক্রম কাদের মাধ্যমে পরিচালিত হবে এই বিষয়ে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, গত বছরের ২৯ নভেম্বর জুবায়ের খানকে সভাপতি ও মোতাকিফ বিল্লাহ জুনায়েদকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার কমিটি ঘোষণা করা হয়। তৎকালীন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ ঘোষিত এই কমিটি মাত্র দুই মাস না পেরোতেই আজ বিলুপ্ত ঘোষণা করা হলো।