কঠোর অবস্থানে ছাত্রলীগ, প্রায় দুই ডজন নেতা-কর্মীকে বহিষ্কার


স্টাফ করেসপনডেন্ট | Published: 2023-02-13 05:18:21 BdST | Updated: 2024-05-05 19:50:39 BdST

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুসারে সাম্প্রতিক সময়ে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একাধিক ঘটনার প্রেক্ষিতে, সংগঠনবিরোধী,শৃঙ্খলা-পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে প্রায় দুই ডজন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সেক্রেটারি শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস রিলিজে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন:

নাজমুল হাসান রুপু(সাবেক মানবসম্পদ বিষয়ক উপ সম্পাদক,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ),তানজীর আরাফাত তুষার(যুগ্ম-সাধারণ সম্পাদক,কবি জসিম উদদীন হল ছাত্রলীগ,ঢাকা বিশ্ববিদ্যালয়),আসাদুল্লাহ আসাদ(সমাজসেবা সম্পাদক,ফজলুল হক হল ছাত্রলীগ,ঢাকা বিশ্ববিদ্যালয়),মাহিদুর রহমান বাধন(পরিবেশ বিষয়ক সম্পাদক,ফজলুল হক হল ছাত্রলীগ,ঢাকা বিশ্ববিদ্যালয়),রিয়াজ আহমেদ পলক(গনযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক,ফজলুল হক হল ছাত্রলীগ,ঢাকা বিশ্ববিদ্যালয়),জিহাদুল ইসলাম(উপ-দপ্তর সম্পাদক,ফজলুল হক হল ছাত্রলীগ,ঢাকা বিশ্ববিদ্যালয়),আল কাওসার(অর্থ বিষয়ক উপ সম্পাদক,ফজলুল হক হল,ঢাকা বিশ্ববিদ্যালয়),শাওন চৌধুরী(গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক উপ সম্পাদক,ফজলুল হক হল ছাত্রলীগ,ঢাকা বিশ্ববিদ্যালয়),ফাহিম তাজওয়ার জয়(সদস্য,মাস্টার দা সূর্যসেন হল ছাত্রলীগ,ঢাকা বিশ্ববিদ্যালয়),সাজিদ আহমেদ(সদস্য,মাস্টার দা সূর্যসেন হল ছাত্রলীগ,ঢাকা বিশ্ববিদ্যালয়),রাহুল রায়(কর্মী,জগন্নাথ হল ছাত্রলীগ,ঢাকা বিশ্ববিদ্যালয়),মো:তারেক(কর্মী,ফজলুল হক হল ছাত্রলীগ,ঢাকা বিশ্ববিদ্যালয়),ফজলে নাবিদ সাকিল(কর্মী,বিজয় একাত্তর হল ছাত্রলীগ,ঢাকা বিশ্ববিদ্যালয়),মো:রাহাত রহমান(কর্মী,বিজয় একাত্তর হল ছাত্রলীগ,ঢাকা বিশ্ববিদ্যালয়),সাদিক আহাম্মদ(কর্মী,বিজয় একাত্তর হল ছাত্রলীগ,ঢাকা বিশ্ববিদ্যালয়),অসিত পাল(পরিবেশ বিষয়ক সম্পাদক,বাংলাদেশ ছাত্রলীগ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা),মারুফ ইসলাম(যুগ্ম-সাধারণ সম্পাদক,বাংলাদেশ ছাত্রলীগ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা),শাহ আলম রাতুল(সহ-সম্পাদক,বাংলাদেশ ছাত্রলীগ,রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা),নূর মোহাম্মদ নাবিল(কর্মী,বাংলাদেশ ছাত্রলীগ,রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা),কামরান সিদ্দিক রাশেদ(কর্মী,বাংলাদেশ ছাত্রলীগ,রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা) এবং রাকিবুল ইসলাম রাকিব(কর্মী,বাংলাদেশ ছাত্রলীগ,সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা)কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

প্রেস রিলিজে একইসাথে বাংলাদেশ ছাত্রলীগের সকল সাংগঠনিক ইউনিটকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ সমুন্নত রাখা, গঠনতান্ত্রিক আদর্শিক রাজনৈতিক সংস্কৃতি বজায় রাখা ও স্মার্ট ক্যাম্পাসের উপযোগী স্মার্ট ছাত্ররাজনীতি বিনির্মাণে সচেষ্ট থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলছেন, “অপরাধমূলক কর্মকাণ্ড করে ছাত্রলীগ করার সুযোগ কারও নেই। আমরা স্মার্ট ছাত্র রাজনীতি চাই, যারা শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে, একাডেমিক এনভায়রনমেন্ট ভালো রাখতে পারবে।

“ছাত্র রাজনীতিকে নিজের অপরাধমূলক কাজের বৈধতা দেওয়ার হাতিয়ার হিসেবে কেউ ব্যবহার করতে চাইলে কিংবা এটিকে টাকা বানানোর মেশিন হিসেবে ছাত্র রাজনীতিকে ব্যবহার করবে, বাংলাদেশ ছাত্রলীগ তাদের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করবে। এ ধরনের রাজনৈতিক কর্মীদের বাংলাদেশ ছাত্রলীগের রাজনৈতিক সংমিশ্রণে আসার কোনো সুযোগ নেই।”

সাধারণ সম্পাদক শেখ ইনান বলেন, 'কঠোর অবস্থানে ছাত্রলীগ, অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স'।