‘স্মার্ট হল’ গড়তে ঢাবির জহুরুল হক হল ছাত্রলীগের ২০ দাবি


ঢাকা বিশ্ববিদ্যালয় | Published: 2023-02-21 10:21:12 BdST | Updated: 2024-05-05 20:47:27 BdST

স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে ‘স্মার্ট হল’ গড়তে ২০ দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগ। আজ সোমবার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুর রহিমের কাছে এ স্মারকলিপি দেন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।  

স্মারকলিপিতে তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন পূরণের অংশ হিসেবে স্মার্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্মার্ট শহীদ সার্জেন্ট জহুরুল হক হল গড়তে বাংলাদেশ ছাত্রলীগ বদ্ধপরিকর। একটি স্মার্ট হল হলো সেই প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীদের পড়াশোনা, থাকা-খাওয়ার ব্যবস্থার পাশাপাশি শারীরিক, মানসিক, নৈতিক, সামাজিক, ধর্মীয় মূল্যবোধ, বিশ্ব নাগরিকত্ব তথা পরিপূর্ণ বিকাশ সাধনের জন্য প্রয়োজনীয় ও সময়োপযোগী সুযোগ সুবিধার যথাযথ ব্যবস্থা থাকবে।

এ সময় হলের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে স্মারকলিপিতে ২০টি দাবির কথা বলা হয়। দাবিগুলো হলো :

১. ক্যান্টিনের খাবারের মানোন্নয়ন ও ক্যান্টিনের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ;

২. বাণিজ্যিকভাবে হলের মাঠ ভাড়া দেওয়া বন্ধ করতে হবে;

৩. ইন্টারনেট সেবার মান বৃদ্ধি করা। প্রয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান পরিবর্তন;

৪. হলের গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন এবং নষ্ট ক্যামেরা পরিবর্তন;

৫. ওয়াশরুম সংস্কার ও পরিচ্ছন্নতাকর্মীদের প্রতিদিন দু’বেলা ওয়াশরুম পরিষ্কার নিশ্চিতকরণ (শুক্র-শনিবারেও তাদের উপস্থিতি নিশ্চিত করা);

৬. পুকুর ও পুকুরের ঘাটসহ সার্বিক সংস্কার;

৭. হলের সেলুন আধুনিকায়ন;

৮. দোকানে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার নিশ্চিতকরণ এবং রাত ৩-৪টা পর্যন্ত অন্তত একটা দোকান খোলা রাখার ব্যবস্থা করা;

৯. হলে ওয়াশিং মেশিন স্থাপন;

১০. একটি সাংস্কৃতিক চর্চাকেন্দ্র স্থাপন;

১১. পুরোনো অডিটোরিয়াম ভেঙে নতুন ও আধুনিক অডিটোরিয়াম নির্মাণ;

১২. ছারপোকা ও মশা নিধন, নিয়মিত হল প্রাঙ্গণ পরিষ্কার;

১৩. লন্ড্রি সেবার মানোন্নয়নকরণ;

১৪. হলের প্রধান ফটকের সামনে যানজট সমস্যা সমাধান;

১৫. পলাশীর গেট ২৪ ঘণ্টা খোলা এবং সার্বক্ষণিক গেটম্যান নিযুক্তকরণ;

১৬. শিক্ষার্থীদের জন্য হলে একটি জিমনেশিয়াম স্থাপন;

১৭. রিডিংরুমগুলোর আসন সংখ্যা বৃদ্ধি ও সংস্কার নিশ্চিতকরণ;

১৮. গেমসরুমের আধুনিকায়ন এবং খেলাধুলার উপকরণের পর্যাপ্ত ব্যবস্থা করা;

১৯. হলে সার্বক্ষণিক প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা এবং

২০. হলের অতিথি কক্ষের আধুনিকায়ন নিশ্চিতকরণ।