আইডিয়ালের দুই শিক্ষার্থীকে পেটালো ঢাকা কলেজের ছাত্ররা


Desk report | Published: 2023-10-18 18:14:40 BdST | Updated: 2024-05-04 15:42:57 BdST

জাহিন (১৮) নামে ঢাকা কলেজের এক ছাত্রকে সোমবার (১৬ অক্টোবর) পিটিয়ে আহত করেছেন আইডিয়াল কলেজের ছাত্ররা। এর পরিপ্রেক্ষিতে আজ আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থীকে পিটিয়েছেন ঢাকা কলেজের ছাত্ররা।

বুধবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে সায়েন্সল্যাব মোড়ে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, দুপুর ১২টার পর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর আঘাতে আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের মাহিদুল ইসলাম সিহাব এবং বিজ্ঞান বিভাগের সামিউল হাসান আহত হন। তারা দুজনেই প্রথম বর্ষের শিক্ষার্থী। এরমধ্যে সিহাবের বাম হাতে গুরুতর জখম হয়েছে। পরে তাকে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে অভিভাবকের মাধ্যমে বাড়িতে পাঠানো হয়েছে।

মারধরের শিকার মাহিদুল ইসলাম সিহাব বলেন, ক্লাস শেষ করে বাসায় ফেরার পথে হঠাৎ করে এ ধরনের ঘটনার মুখোমুখি হতে হয়েছে। আমি প্রথম বর্ষের শিক্ষার্থী। আমি কারও সঙ্গে কোনো ধরনের মারামারিতে জড়িত নই। আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে পূর্ণ নিরাপত্তা চাই। কোনো কলেজের কোনো শিক্ষার্থী আহত হোক বা কেউ অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িত হোক তেমনটি চাই না। মারধর ও ধারালো কিছুর আঘাতের ফলে শরীরে জখম হয়েছে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্যরা সকাল থেকে মাঠে নিয়োজিত থাকার পরও এক ফাঁকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরাও ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি সতর্কতার সঙ্গে দেখা হচ্ছে।

এর আগে মঙ্গলবার (১৭ আগস্ট) ধানমন্ডির ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সামনে ঢাকা কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিন (১৮) আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের হাতে মারধরের শিকার হন। মারধরের ফলে ভুক্তভোগী শিক্ষার্থী মাথায় ও মুখে আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়।