ইয়াবাসহ আটক ছাত্রলীগ নেতা রঙ্গন কারাগারে, সংগঠন থেকে বহিষ্কার


নিজস্ব প্রতিবেদক | Published: 2017-12-21 19:02:33 BdST | Updated: 2024-05-21 00:10:16 BdST

রাজধানীর পল্টন থানাধীন এলাকায় ইয়াবাসহ আটক টেক্সটাইল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি নূরে মোজাচ্ছেম রঙ্গনকে বহিস্কার করেছে ছাত্রলীগ। গত শুক্রবার (১৫ ডিসেম্বর) দুই সহযোগীসহ তাকে আটক করা হয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, শুক্রবার নয়াপল্টনের ফারুক টাওয়ারের সামনে থেকে ৩০ পিছ ইয়াবাসহ রঙ্গনসহ তিনজনকে আটক করে পল্টন থানা পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯ (১) এর ৯ এর (ক) ধারায় মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়। এছাড়াও তাদের ৫ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। পল্টন থানার ওসি কাজী শহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত অপর আসামীরা হলেন- মেহেদী হাসান (২৬) ও মো: রাজীব (২৮)।

মামলার তদন্ত কর্মকর্তা আয়ান মাহমুদ দ্বীপ ক্যাম্পাস টাইমসকে জানান, গত শুক্রবার ৩০ পিছ ইয়াবাসহ রঙ্গনসহ তিনজনকে আটক করা হয়। রঙ্গনের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ একাধিক অভিযোগ রয়েছে। আমরা অভিযোগগুলো তদন্ত করে দেখছি। রঙ্গনসহ বাকি আসামীরা বর্তমানে কারাগারে আছেন।

এ বিষয়ে ছাত্রলীগের সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন ক্যাম্পাস টাইমসকে জানান, রঙ্গন টেক্সটাইল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।

রঙ্গন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও ছাত্রলীগ সভাপতির মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য চলতি বছরের ২৩ জুলাই ছাত্রলীগের টেক্সটাইল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। এক বছরের জন্য নাজমুল আলম সাকিবকে সভাপতি এবং মাইনুল ইসলাম লিংকনকে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন করা হয়।

এসএই/ এইচএন/ ২১ ডিসেম্বর ২০১৭