ববির প্রশ্নফাঁসের চেষ্টার অভিযোগে ঢাবির তিন ছাত্রসহ আটক ৬


টাইমস অনলাইনঃ | Published: 2017-11-25 21:55:51 BdST | Updated: 2024-05-21 00:50:50 BdST

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের চেষ্টার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩ ছাত্রসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ইলেক্ট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সকালে নগরীর আরশেদ আলী কন্ট্রাকটার গলি থেকে তাদের আটক হয়।

আটকরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের মারুফ হোসাইন (২২), মৃত্তিকা বিভাগের আলমগীর হোসেন শাহিন (২৪) ও গনিত বিভাগের মাহমুদুল হাসান আবিদ (২৩), বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের মুয়ীদুর রহমান বাকী (২২), গলাচিপা ডিগ্রি কলেজের সাব্বির আহম্মেদ প্রিতম (২৩) ও রাজধানীর মোহাম্মদপুর বিশ্ববিদ্যালয় কলেজের রাকিব আকন (২১)।

মহানগর পুলিশের কমিশনার এসএম রুহুল আমীন বলেন, “শনিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের পরীক্ষা ছিল। এ পরীক্ষার প্রশ্ন ফাঁসের জন্য মুয়ীদুরের বাড়িতে অবস্থান নেয় প্রশ্নপত্র ফাঁস চক্রের পাঁচ সদস্য। বিষয়টি টের পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ চক্রটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তির প্রশ্ন ও বিভিন্ন নিয়োগ পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস করে আসছিল।”

অভিযানে তাদের কাছ থেকে পাঁচটি ইলেক্ট্রো ম্যাগনেটিক ব্লু-টুথ ইয়ারফোন, পাঁচটি এটিএম কার্ড ও ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

এমএসএল/ ২৫ নভেম্বর ২০১৭