প্রাথমিকে বইয়ের চাহিদা ১০ কোটি ২৬ লাখ


টাইমস প্রতিবেদক | Published: 2017-08-24 17:49:48 BdST | Updated: 2024-05-19 12:23:36 BdST

আসন্ন শিক্ষাবর্ষে এবার প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য ৩৪ লাখ ১১ হাজার ১৪ কপি বই ছাপানো হবে। অনুশীলন খাতাও ছাপানো হবে ঠিক একই সংখ্যক। আর প্রাথমিক স্তরের (১ম-৫ম শ্রেণি) জন্য এবার বইয়ের চাহিদা ১০ কোটি ২৬ লাখ ৭৭ হাজার ৪৩৩ কপি। এসব বই ও অনুশীলন খাতা মুদ্রণের জন্য আহ্বানকৃত দরপত্র উন্মুক্ত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

বুধবার (২৩ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৮তম বৈঠকে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, সামশুল হক চৌধুরী ও উম্মে রাজিয়া কাজল অংশ নেন।

বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা-২০১৩ নিয়োগবিধি মোতাবেক প্রধান শিক্ষক পদে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ এবং সহকারী শিক্ষক হতে প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্ব প্রদানের বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

যেসব প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং আইসিটি বিভাগ কর্তৃক কম্পিউটার দেয়ার পর ল্যাপটপ কেনা হয়েছে সেসব বিদ্যালয়ে মাল্টি মিডিয়া প্রজেক্টর দেয়ার সুপারিশ করা হয়।

প্রাথমিক বিদ্যালয়ের তথ্যভাণ্ডার (ডাটাবেজ) ই-প্রাইমারি স্কুল সিস্টেম (সরকারি ও নবজাতীয়করণকৃত বিদ্যালয়) শিক্ষক, বিদ্যালয়ের অবকাঠামোসহ বিদ্যালয়ের সব তথ্য সংরক্ষণ ও হালনাগাদ করা, শিক্ষকদের প্রশিক্ষণ সংক্রান্ত অনলাইন ডাটাবেস তৈরি ও তথ্য সংগ্রহ হালনাগাদ রাখার বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, এনসিটিবির চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএন/ ২৪ আগস্ট ২০১৭