বন্যাকবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির দিনেও পাঠদানের নির্দেশ


টাইমস প্রতিবেদক | Published: 2017-09-06 00:34:52 BdST | Updated: 2024-05-19 12:23:58 BdST

বন্যাকবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটির দিনেও ক্লাস নেয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্ধারিত সময়ে সিলেবাস শেষ করতে এ নির্দেশ দেয়া হয়েছে। সোমবার (০৪ সেপ্টেম্বর) এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি বন্যায় দেশের বিভিন্ন জেলায় কয়েক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে যায়। এছাড়া বন্যাকবলিত এলাকার অধিকাংশ প্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। ফলে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম নানাভাবে ব্যাহত হয়েছে।

ক্ষতিগ্রস্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠানে যথাসময়ে সিলেবাস শেষ করার লক্ষ্যে সাপ্তাহিক ছুটির দিনেও পাঠদান কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্দেশ দিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব সালমা জাহান বলেন, বন্যায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে শিক্ষার্থীরা বাৎসরিক সিলেবাস থেকে অনেক পিছিয়ে পড়েছে। এসব বিষয় আমলে নিয়ে ছুটির দিনেও ক্লাস চালু রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, মাউশিকে এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

আরপি/ ০৫ সেপ্টেম্বর ২০১৭