বেঁচে থাকার সুযোগ পেলো শতবর্ষী গাছগুলো


টাইমস প্রতিবেদক | Published: 2018-01-18 20:44:19 BdST | Updated: 2024-05-20 03:54:24 BdST

যশোর-বেনাপোল সড়কের দুই পাশে থাকা শতবর্ষী ২ হাজার ৩০০ গাছ কাটার ওপর ৬ মাসের স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। ফলে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গাছগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। কাটা যাবে না।

একইসঙ্গে যশোর সড়ক চার লেনে উন্নীত করার ক্ষেত্রে গাছগুলো কেনো সংরক্ষণ করা হবেনা তাও জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

যশোরের দড়াটানা মোড় থেকে বেনাপোল স্থলবন্দর পর্যন্ত ৩৮ কিলোমিটার সড়ক সম্প্রসারণের জন্য ২ হাজার ৩শটি শতবর্ষী গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসক। এ সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন পরিবেশবাদি সংগঠন বিক্ষোভ করে আসছে।

এইচজে/ ১৮ জানুয়ারি ২০১৮