ভিসির বাসায় হামলাকারীরা পেশাদার: ডিএমপি কমিশনার


টাইমস প্রতিবেদক | Published: 2018-04-12 18:31:40 BdST | Updated: 2024-05-20 17:08:45 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসির বাসায় হামলাকারীরা পেশাদার ছিলেন বলে মনে করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। অপরাধীরা যেই হোক তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে পহেলা বৈশাখের নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ঢাবির ভিসি স্যারের বাড়িতে হামলাসহ গত তিনদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। হামলাকারীরা যেভাবে হামলা চালিয়েছে, সিসিটিভি ক্যামেরা ভেঙে, হার্ড ডিস্কের বক্স ভেঙে দিয়েছে এতে বোঝা যায় হামলাকারীরা পেশাদার।

তিনি বলেন, তবে কেউই আইনের উর্ধ্বে নয়। এ বিষয়ে মামলা হয়েছে, মেধাবী অফিসাররা মামলার তদন্ত করছেন। প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

টিআই/ ১২ এপ্রিল ২০১৮